ডিজিটাল ডেস্ক, ২ অগাস্ট : বন্ডেল গেটের কাছে একটি ওষুধ সংস্থার কারখানায় ভয়াবহ আগুন লেগেছে (Fire At Kolkata)। গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন। আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরিস্থিতি অত্যন্ত জটিল বলে জানিয়েছে দমকল।
শনিবার বিকেল নাগাদ দে’জ মেডিক্যালের ওষুধ তৈরির কারখানায় হঠাৎ আগুন লাগে, আর মুহূর্তের মধ্যে তা ভয়াবহ রূপ নেয়। খবর পেয়েই প্রথমে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়, পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে আরও ছ’টি ইঞ্জিন পাঠানো হয়। যেহেতু এটি একটি ওষুধ কারখানা, তাই ভিতরে বিপুল পরিমাণ রাসায়নিক মজুত ছিল বলে জানা গিয়েছে। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বন্ডেল গেট এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায়, আগুন আশপাশে ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন।
আগুন লাগার সময় কারখানার ভেতরে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। আগুন দেখে দ্রুতই তাঁরা বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারখানার ভেতরে কেউ আটকে রয়েছেন কি না। যদিও কারখানা কর্তৃপক্ষের দাবি, ভিতরে থাকা তিন-চারজন শ্রমিক সকলেই নিরাপদে বেরিয়ে এসেছেন।
অন্যদিকে, আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে এসেছেন। ঘটনাস্থলের আশপাশের বাড়িগুলি খালি করে দেওয়া হয়েছে। বিশেষ করে বয়স্ক বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, কালো ধোঁয়ার কারণে চোখে জ্বালা, শ্বাসকষ্ট ও অসুস্থতা দেখা দিচ্ছে। পাশাপাশি, দমকলের বিরুদ্ধে দেরিতে পৌঁছনোর অভিযোগও তুলেছেন অনেকে।
বিকেল চারটে নাগাদ কারখানায় আগুন লাগার ঘটনা সামনে আসে। মুহূর্তের মধ্যেই গলগল করে বেরোতে থাকে ঘন কালো ধোঁয়া, যা দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। অল্প সময়ের মধ্যেই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়, শুরু হয় শ্বাসকষ্ট ও চোখে জ্বালার মতো সমস্যা। কারখানার আশপাশের বাড়ির বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন দমকলকর্মীরা। আগুন নেভাতে চলছে জোরকদমে চেষ্টা।