Gariahat ITI College Chaos : মিলল আর এক মনোজিৎ-এর সন্ধান! এবার গড়িয়াহাট আইটিআই কলেজ?

11

ডিজিটাল ডেস্ক, ৮ জুলাই : দক্ষিণ কলকাতার গড়িয়াহাট সরকারি আইটিআই কলেজের প্রাক্তন ছাত্র সঞ্জয় চৌধুরীর ‘দাদাগিরি’ আচরণ নিয়ে তীব্র অসন্তোষ ছড়িয়েছে। কসবা ল কলেজে মনোজিত্‌ সংক্রান্ত ঘটনার পর থেকেই শহরের একাধিক কলেজ চত্বরের উপর নজরদারি জোরদার হয়েছে। সেই পর্যবেক্ষণের সময় গড়িয়াহাট সরকারি আইটিআই-র এক বিতর্কিত চিত্র উঠে আসে। অভিযোগ উঠেছে, এই কলেজে রাতভর চলে মদ্যপান, উচ্চস্বরে বেজে ওঠে ভোজপুরি গান, আর উদ্দাম জন্মদিনের পার্টি যেন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে (Gariahat ITI College Chaos)।

জানা গেছে, মধ্যরাতেও কলেজের গেট খোলা থাকে, আলো জ্বলে, আর সেই আলোকিত চত্বরে জমে ওঠে ‘সঞ্জয়দাদা’ ও তাঁর অনুগামীদের আড্ডা। এই সমস্ত কিছুর কেন্দ্রে রয়েছেন কলেজের প্রাক্তনী সঞ্জয় চৌধুরী, যাঁর প্রভাবকে ঘিরে ইতিমধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, কলেজ চত্বরে কখনও কখনও বাইরের মেয়েদেরও ডেকে আনা হয় বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে গোটা এলাকায় এক ধরনের অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিবেশীরা।

কলেজের শিক্ষক-কর্মচারীদের বড় অংশই মুখ খোলেন নি, যা স্পষ্টতই এলাকায় এক ভীতিপূর্ণ পরিবেশের জন্ম দিয়েছে। এই নিস্তব্ধতার সুযোগেই ‘সঞ্জয় দা’র আধিপত্য আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, দ্রুত হস্তক্ষেপ করুক প্রশাসন ও শিক্ষা দফতর। তাঁদের মতে, যদি এখনই কড়া ব্যবস্থা না নেওয়া হয়, তবে ‘দাদাগিরি’ চলতেই থাকবে কলেজ চত্বরে। দক্ষিণ কলকাতার মতো বিদ্যার শহরে এমন বিশৃঙ্খলা কেউই মেনে নিতে রাজি নন—এই মর্মেই জোরাল হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদীরা।