GAURAV GOGOI: ফের প্রশ্নের মুখে তথাকথিত বিরোধী ঐক্য!

9

GAURAV GOGOI: মিত্রতার জন্য ৩০ মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন রাইজর দলের সুপ্রিমো। এরকম প্রেক্ষাপটে অখিল গগৈকে ব্ল্যাকমেকার বললেন সাংসদ গৌরব গগৈ।

ফের প্রশ্নের মুখে তথাকথিত বিরোধী ঐক্য!

দু-দিন আগে সাংবাদিক সম্মেলনে অখিল গগৈ বলেছিলেন, ‘কংগ্রেসকে ৩০ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছি’
‘তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব’

এবার অখিলকে পাল্টা জবাব, যোরহাটের সাংসদ গৌরব গগৈর। শনিবার দিল্লি উড়ে যাওয়ার আগে অখিল প্রসঙ্গে গৌরব গগৈ বলেন,’ব্ল্যাকমেলিং করে কংগ্রেসের সঙ্গে মিত্রতা অসম্ভব’

এদিকে, পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই ভূপেন বরার অপসারণ নিয়ে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, শীঘ্রই অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি হতে পারেন যোরহাটের সাংসদ। এ ব্যাপারে গৌরব গগৈ জানান, ‘দলের ডাকে দিল্লি যাচ্ছি না’
‘ব্যক্তিগত কাজেই দিল্লি যাচ্ছি’
‘বর্তমানে আমাদের একটাই লক্ষ্য মিশন-২০২৬’

কংগ্রেসের মিশন-২০২৬ নিয়ে ব্যস্ত গৌরব গগৈ। ফলে আগামী দিনে রাজ্যের বিরোধী ঐক্যমঞ্চ কোন পথে গতি করে তা হবে লক্ষ্যণীয়।