GAURAV GOGOI: ২৬এর বিধানসভা নির্বাচনে ধুন্ধুমার লড়াই হবে শাসক বিজেপির সঙ্গে। কোনও রাখঢাক না রেখেই লড়াইয়ের কথা ঘোষণা প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের। মঙ্গলদৈয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনার পর গগৈয়ের এই ঘোষণা।
অসমে বিধানসভা ভোটের এখনও বেশ কিছুটা দেরি আছে। তবে, বিধানসভা নির্বাচনের জন্য এখনই শুরু হয়েছে কংগ্রেসের প্রস্তুতি। প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নেবার পরই ময়দানে নেমে পড়েছেন গৌরব গগৈ। বিজেপির বিরুদ্ধে জোরালো আক্রমণ শানাতে শুরু করেছেন তিনি। মঙ্গলদৈয়ে কয়েকটি সংগঠনের সঙ্গে কথা বলেন গগৈ। তারপরই বিজেপির সঙ্গে লড়াইয়ের কথা বলেন।
গৌরব বলেন, প্রদেশ কংগ্রেসের মূলমন্ত্র, আগামী বছর একটা লড়াই হবে। লড়াই হবে, বর্তমান বিজেপি সরকারের অরাজকতার বিরুদ্ধে। রাজ্যে বিজেপি ক্ষমতা, জমি, সম্পদ সব নিজেদের হাতে নিতে চায়।
প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, মাত্র দু-তিনজনের হাতে সব সম্পদ তারা নিতে চাইছে। তার বিরুদ্ধে কংগ্রেস একটি গণজাগরণ সৃষ্টি করতে চায়। এই গণজাগরণের শুরুতে দরং জেলায় বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, এনআরসিতে নাম না থাকলে কিছু মানুষকে নিজের রাজ্যে যেতে হবে। এই সম্পর্কিত এক প্রশ্নে গৌরব বলেন, সামনেই নির্বাচন। সেজন্যই বিজেপি নির্বাচনী কথাবার্তা বলতে শুরু করেছে। আইন কানুন জানা সত্বেও তাঁরা অসাংবিধানিক এবং আইন বিরুদ্ধ কথা বলছেন। বেআইনি কাজকর্মের জন্য আদালত তাদের কঠোর সমালোচনা করেছে।
দুদিনের কর্মসূচিতে মঙ্গলদৈয়ে উপস্থিত হয়ে বিভিন্ন দল-সংগঠন এবং বরিষ্ঠ নাগরিকদের সঙ্গে আলোচনায় বসেন কংগ্ৰেস সভাপতি গৌরব গগৈ। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি এদিন রাজ্যের বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন। সভাপতির দায়িত্ব নেবার পরই গৌরবের নেতৃত্বে কংগ্রেসে নতুন জোয়ার এসেছে। ২৬-এর নির্বাচন গৌরবকে কতটা সাফল্যে এনে দেয় সেটাই দেখার।
২০২৬-এ একটি লড়াই হবে: গৌরব গগৈ
‘অরাজক অবস্থা কায়েম করেছে বিজেপি’
অরাজকতা নিয়ে জনতার দরবারে যাবেন গগৈ
‘মাত্ৰ দু-তিন জন ব্যক্তির হাতে আছে সব’
‘ধন-সম্পত্তি, টাকা-পয়সা সব শুধু মুখ্যমন্ত্ৰীর হাতে’