German Train Accident: ভয়ঙ্করভাবে কামরার উপরে কামরা,মৃত ৩ আহত ৩৪

94

ডিজিটাল ডেস্ক ২৮শে জুলাইঃ ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত হয়ে গেল যাত্রীবাহী ট্রেন। একটি কামরার উপরে উঠে গিয়েছে আরেকটি কামরা। দুর্ঘটনায় একাধিক হতাহতের সম্ভাবনা। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, রবিবার জার্মানির(German Train Acciden) ব্যাডেন-উয়ের্টেমবার্গের রিডলিংগেন শহরের কাছে লাইনচ্যুত হয় ডস্যে বন রিজিওনাল এক্সপ্রেস (Deutsche Bahn regional express) ট্রেন।

ওই সময় ট্রেনে কমপক্ষে ১০০ জন যাত্রী ছিল। জার্মানির সংবাদসংস্থাগুলি সূত্রে খবর, স্থানীয় সময় সন্ধে ৬.১০ নাগাদ লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। একটি কামরা উঠে যায় আরেক কামরার উপরে।

ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আহত কমপক্ষে ৩৪ জন যাত্রী। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আপাতত বন্ধ রাখা হয়েছে ওই রুটে ট্রেন চলাচল।