Ghatal Flood Dead body : কলার ভেলায় মৃত দেহ, ঘাটালে বন্যার করুণ দৃশ্য!

48

ডিজিটাল ডেস্ক, ৪ অগাস্ট : ঘাটালে বন্যার করুণ দৃশ্যের ছবি দেখা গেল। দীর্ঘদিনের প্রাক্তন মৃত কাউন্সিলরের স্ত্রীর মৃতদেহ বন্যার জলে ভেলায় করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে শুকনো উচুঁ এলাকায় দাহ করার জন্য। এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (Ghatal Flood Dead body)। যদিও এই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি NKTV Bangla.

রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ প্রয়াত হন ঘাটাল পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনসা চৌধুরী, যিনি প্রয়াত ওয়ার্ড কাউন্সিলর কানহাইয়ালাল চৌধুরীর স্ত্রী। তাঁর মৃত্যুর পর, জলমগ্ন ঘাটালে শেষকৃত্যের জন্য মৃতদেহ ভাসিয়ে নিয়ে যাওয়া হয় কলার ভেলায়। বানভাসি শহরে এমন শ্মশানযাত্রার ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা।

গ্রামের এক প্রান্তে শ্মশান, আর মাঝখানে শুধুই জল। টানা বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট, নেই কোনও চলাচলের উপায়। সেই কারণেই কলার ভেলা ছিল মৃতদেহ বহনের একমাত্র উপায়। আত্মীয়স্বজনরা সেই ভেলাতেই মৃতদেহ তুলে শ্মশানের উদ্দেশে রওনা দেন। সেই করুণ শ্মশানযাত্রার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয়েছে চরম বিতর্ক।

ঘাটালের এই জলবন্দি অবস্থার মধ্যে শববাহী ভেলা ঘিরে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি বিধায়ক শীতল কপাট। তাঁর অভিযোগ, “ঘাটালে ইলেকট্রিক চুল্লি তৈরির কাজ আজও অসম্পূর্ণ। মাস্টার প্ল্যানের নামে কোটি কোটি টাকা খরচ হলেও তার ফল সাধারণ মানুষ পাচ্ছেন না। চেয়ারম্যান ঠিক কী করছেন?”

তবে এই ঘটনার অন্য ব্যাখ্যা দিয়েছেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অজিত মাইতি। তাঁর দাবি, “এটি একটি পুরনো রীতি। আত্মীয়রা নিজেরাই নৌকা বা ভেলা ব্যবহার করে দেহ নিয়ে গিয়েছেন। এর সঙ্গে কোনও প্রশাসনিক অব্যবস্থার যোগ নেই।”