Gujarat Bridge Collapse : গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু

11

ডিজিটাল ডেস্ক, ৯ জুলাই : বুধবার সকালে টানা ভারী বর্ষণের ফলে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে গুজরাত। আনন্দ (Anand) ও বরোদা (Vadodara) জেলার মধ্যে সংযোগকারী গম্ভীরা সেতু (Gambhira Bridge) আচমকা ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ৯ জন প্রাণ হারিয়েছেন বলে খবর (Gujarat Bridge Collapse)। মহীসাগরে গাড়ি তলিয়ে যায় সেতু ধসের সময় একাধিক যানবাহন—দুটি ট্রাক, দুটি ভ্যান এবং বেশ কয়েকটি গাড়ি—সরাসরি মহীসাগর নদীতে (Mahisagar River) পড়ে যায়। উদ্ধারকাজ চলছে দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। যদিও বৃষ্টি ও নদীর জলস্তর উদ্ধারকাজে ব্যাঘাত ঘটাচ্ছে।

যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে গম্ভীরা সেতুর ধসে আনন্দ, বরোদা, ভারুচ (Bharuch) এবং অঙ্কালেশ্বর (Ankleshwar)-এর মধ্যে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। প্রশাসন এখন বিকল্প রুটের সন্ধানে তৎপর। মোরবি থেকে গম্ভীরা—ঘটনার পুনরাবৃত্তি মোরবি সেতু ধসে বহু মানুষের মৃত্যুর ক্ষত এখনও তাজা। তার পরেও গুজরাতে ব্রিজ ধসের মতো ঘটনা যেন থামছে না। এই পরিস্থিতিতে প্রশাসনিক নজরদারি ও পরিকাঠামোগত দুর্বলতা নিয়ে উঠেছে বহু প্রশ্ন। দ্বৈত নীতি নিয়ে সমালোচনা বিরোধীরা মনে করছেন, অন্য রাজ্যে দুর্ঘটনা হলে রাজনৈতিক লাভের জন্য প্রচার চালানো হচ্ছে, অথচ নিজেদের রাজ্যে যখন এমন ঘটনা ঘটছে তখন নিরবতা বা দায় এড়ানোর চেষ্টা চলছে।