HAILAKANDI :হাইলাকান্তিতে বিজেপির সব পরিককল্পনা ভেস্তে দিলেন রায় পরিবারের রাজপুত্র
HAILAKANDI: ডিলিমিটেশনের ফলে হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসনে পরিণত হয় হাইলাকান্দি বিধানসভা। ২৬-এর বিধানসভা নির্বাচনে জয়ের স্বপ্ন দেখেছিল বিজেপি। কিন্তু বিজেপির সব পরিককল্পনা ভেস্তে দিলেন রায় পরিবারের রাজপুত্র। দ্রুত বদলাচ্ছে হাইলাকান্দির রাজনৈতিক সমীকরণ।
হাইলাকান্দি বিধানসভা আসন। ডিলিমিটেশনের ফলে বদলে গেছে ওই আসনের জনবিন্যাস।
এই মুহূর্তে হাইলাকান্দিতে হিন্দু ভোটাররাই সংখ্যাগরিষ্ঠ
হাইলাকান্দি আসনে মোট ভোটারের সংখ্যা প্রায় ২ লক্ষ ১০ হাজার
এরমধ্যে মুসলিম ভোটারের সংখ্যা প্রায় ৭০ হাজার
হিন্দু ভোটারের সংখ্যা প্রায় ১ লক্ষ ৪০ হাজার
স্বাভাবিকভাবেই ওই আসনে বিজেপির জয় মোটামুটি নিশ্চিত। তাই ২৬-এ হাইলাকান্দি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য
বিজেপির প্রার্থিত্বের দৌড়ে রয়েছেন মুন স্বর্ণকার ও মিলন দাস
কাটলিছড়া থেকে হাইলাকান্দিতে এসে বিরাট ঘর ভাড়া নিয়েছেন মিলন
রাতাবাড়ি থেকে হাইলাকান্দির ভোটার তালিকায় নাম লিখিয়েছেন মুন
বিজেপি সূত্রের খবর, এই দু-জনের মধ্যে যে কোনও একজন পাচ্ছেন দলীয় মনোনয়ন। দুজনই দলের একনিষ্ঠ কর্মী। এরকম প্রেক্ষাপটে দ্রুত বদলাচ্ছে হাইলাকান্দির রাজনৈতিক সমীকরণ। কারণ
হাইলাকান্দির রাজনীতিতে রি-এন্ট্রি রায় পরিবারের রাজপুত্র রাহুল রায়ের
২৬-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা
ইতিমধ্যে নীরবে রাহুল রায় শুরু করেছেন নির্বাচনী প্রস্তুতি। হাইলাকান্দি বিধানসভার প্রতিটি এলাকা ঘুরে বেড়াচ্ছেন তিনি। মানুষের সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন। কোথাও আবার ব্যক্তিগত অর্থে তৈরি করে দিচ্ছেন রাস্তাঘাট।
কার্যত নতুন অবতারে প্রাক্তন বিধায়ক। নেই আগের সেই রাকঢাক। আজকের রাহুল রায় যথেষ্ট পরিপক্ক, যথেষ্ট বিনয়ী। আর তা আকর্ষিত করছে সাধারণ মানুষকে। হাইলাকান্দির বেশ কিছু চা বাগান, হাইলাকান্দি শহর, লালা শহর এবং বহু গ্রামাঞ্চলে আজও রয়েছে রায় পরিবারের প্রভাব। সেই প্রভাবের ফলে হিন্দু এলাকায়ও অনেক বেশি গুরুত্ব পাচ্ছেন রাহুল রায়। আর মুসলিম ভোটারদেরও পূর্ণ সমর্থন পেতে পারেন তিনি। কারণ রাহুল রায় ছাড়া মুসলিম ভোটারদের বিকল্প নেই। রাজনৈতিক সচেতন মহলের দাবি,
‘রাহুল যদি ৪০-৪৫ হাজার হিন্দু ভোট পান, তাহলে তাঁর জয় নিশ্চিত’
ডিলিমিটেশনের মাধ্যমে যে আসনে জয়ের স্বপ্ন দেখেছিল বিজেপি, সেই আসনে ক্রমশ ব্যাকফুটে চলে যাচ্ছে দলটি। অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কার্যত অসহায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রাহুল রায় এবার নীরবে কাজ করে যাচ্ছেন। নিজেকে দূরে রেখেছেন প্রচার মাধ্যম থেকে। সূত্রের খবর,
কংগ্রেসে যোগদান নিয়ে ইতিমধ্যে গৌরবের সঙ্গে আলোচনা হয়েছে তাঁর
১০ সেপ্টেম্বরের পর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা
বাস্তবে যদি এমনটা হয়, বিজেপির হাইলাকান্দি জয় স্বপ্ন হয়েই থেকে যেতে পারে। সেক্ষেত্রে বিকল্প একমাত্র পথ, রাহুলকে বিজেপিতে নিয়ে আসা। কিন্তু সেটাও কতটুকু সম্ভব? আগেও বরাক বিজেপি রাহুলকে মেনে নিতে পারেনি। এক কথায়, হাইলাকান্দির বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণে বিপাকে গেরুয়া শিবির।