ডিজিটাল ডেস্ক, ২৩শে জুলাই : বিজেপি শাসিত রাজ্যগুলো বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে। সোমবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিযোগ করেছিলেন মমতা। সেই সূত্র ধরেই এদিনও তিনি অভিযোগ করেন,পশ্চিমবঙ্গের ৫২ জনকে বাংলাদেশি সন্দেহে চিঠি পাঠানো হয়েছে হরিয়ানা থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা মেনে এটা করা হয়েছে। সেই চিঠিগুলো এসেছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ, কোচবিহার ও উত্তর ২৪ পরগনা জেলাশাসকদের কাছে (Haryana Govt Letter To Mamata)।
শুধু হরিয়ানা সরকারের তরফে নয়, অসমের ফরেনার ট্রাইবুনাল ফর কোকরাঝাড় থেকেও কয়েকদিন আগে এমনই আর এক চিঠি এসেছে বলেও দাবি করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তাঁর অভিযোগ, অসম ও অন্য বিজেপি শাসিত রাজ্য সরকারগুলো বাংলা ভাষা ও বাঙালিকে অপমানিত করার জন্য এসব চিঠি পাঠাচ্ছে।
সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীর নেতৃত্বে রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে ‘অবৈধ অনুপ্রবেশকারীদের’ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন এ রাজ্যের বিজেপির বিধায়কেরা। বিহারের উদাহরণ টেনে তাঁরা জানিয়েছিলেন, সেখানকার মতো বাংলাতেও ‘অবৈধ’ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। তার পরে বার বার বাংলার শাসক দল তৃণমূল এবং মমতা দাবি করেছেন, বিজেপি বাংলাভাষীদের উপর আক্রমণ করছে! একুশের মঞ্চ থেকেও একই বার্তা দেন তৃণমূলের সর্বময়নেত্রী। ঠিক তার পরের দিন, মঙ্গলবার নবান্ন থেকে অসম এবং হরিয়ানা সরকারের পাঠানো দুটি চিঠি প্রকাশ্যে এনে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘এটা কি জোর করে পশ্চিমবঙ্গকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চলছে?’’
মমতার দাবি, প্রথম চিঠিটি পাঠানো হয়েছে অসম সরকারের তরফে। অসমিয়া ভাষায় লেখা সেই চিঠি দেওয়া হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটার এক বাসিন্দাকে। চিঠিতে অভিযোগ করা হয়েছে, বৈধ নথি ছাড়াই নাকি তিনি ১৯৭১ সালের মার্চ মাসে অবৈধ ভাবে অসমে প্রবেশ করেছেন। সেই চিঠি দেখিয়ে মমতা প্রশ্ন তোলেন, বাংলার ব্যাপারে কী ভাবে অসম হস্তক্ষেপ করে? এটা শুধু অসাংবিধানিক নয় অনৈতিকও। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমরা ডাবল ইঞ্জিন বিজেপি সরকারকে বলব নিজের চরকায় তেল দিন। আপনারা যদি মনে করেন এ ভাবে দেশ চালাবেন, তবে দেশ বিভক্ত হয়ে যাবে।’’
এই চিঠির কথা জানিয়ে মমতা বলেন,‘‘ওরা (বিজেপি) কী চাইছে, বাংলা দখল করতে? এখানে কি ভাষা সন্ত্রাস চলছে? এ বার জেলা বেছে বেছে মানুষদের সঙ্কটে ফেলার চেষ্টা চলছে।’’ শেষে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, ‘‘কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ আমাদের মতো ঠিক করব। এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে মহারাষ্ট্র ও দিল্লির মতো বাংলাও জিতব, এ সব ভেবে বিজেপি ভুল করছে।’’