Hasin Jahan Chaos Viral Video : সিউড়িতে শামির প্রাক্তন স্ত্রী হাসিনের ‘দিদিগিরি’, জমি বিবাদে প্রতিবেশীকে বেধড়ক ‘মার’

8

ডিজিটাল ডেস্ক, ১২ জুলাই : জমি বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে, আর সোশাল মিডিয়ায় সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (Hasin Jahan Chaos Viral Video)।

হাসিন জাহানের প্রথম পক্ষের মেয়ে আরশি জাহানের সিউড়ির ৫ নম্বর ওয়ার্ডের সোনাতোড় এলাকায় জমি রয়েছে। অভিযোগ, ওই জমি আত্মসাতের চেষ্টা করছেন প্রতিবেশী গুড্ডু বিবি। তা নিয়ে হাসিন জাহানের সঙ্গে তাঁর অশান্তি। অবশ্য এই অভিযোগ প্রায় বছরখানেক পুরনো। জমি মাপজোকের পর শুক্রবার সেখানে নির্মাণ কাজ শুরু হয়। তার জেরে অশান্তি মাথাচাড়া দেয়। প্রতিবেশীকে হাসিন জাহান মারধর শুরু করে বলে অভিযোগ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই মহিলাকে বেধড়ক মারধর করছেন হাসিন জাহান। ওই মহিলা মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এ বিষয়ে হাসিনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে হাসিন জাহানের বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ করে প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দিয়েছেন। তাঁদের দাবি, হাসিন জাহানের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়া হোক। এলাকার শান্তি বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।