High Alert In Puri:হাই অ্যালার্ট পুরী জুড়ে ,রথযাত্রায় কড়া নিরাপত্তা

14

ডিজিটাল ডেস্ক ২৭জুনঃ রথযাত্রার জন্য প্রস্তুত পুরী। শুক্রবার রথযাত্রা। আর তার আগেই পুরী জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরীকে। এ বার দিঘার রথযাত্রা ঘিরে উন্মাদনা তুঙ্গে। তবে, তাতে কোনও মতেই পিছিয়ে নেই পুরী। ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের সমাগম শুরু হয়েছে শ্রীক্ষেত্রে। বৃহস্পতিবারই লক্ষাধিক ভক্ত এসেছেন পুরীতে বলে দাবি সেখানকার পুলিশ-প্রশাসনের। এ দিন যে ভক্তরা এসেছেন তাঁদের অনেকেই প্রভুর ‘নবযৌবন দর্শন’ করার সুযোগ পেয়েছেন।

পুরীর জগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান নির্বাহী আধিকারিক অরবিন্দ পাধি জানিয়েছেন, অন্যান্য বছরের মতোই এ বারেও নির্বিঘ্নে জগন্নাথদেবের রথযাত্রা করতে সব রকমের ব্যবস্থা করা হয়েছে।পুরীর জগন্নাথ মন্দির মন্দির সূত্রে জানা গিয়েছে, শুক্রবার যাবতীয় রীতি মানার পরে, বিকাল ৪টা নাগাদ, বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথদেবের রথ মন্দিরের সামনে থেকে রওনা দেবে মাসির বাড়ি বা গুণ্ডিচা মন্দিরের দিকে (High Alert In Puri)।

নিরাপত্তা ব্যবস্থার আয়োজন ——–

ওড়িশা পুলিশের ডিজি ওয়াই বি খুরানিয়া জানিয়েছেন, প্রচুর ভক্ত সমাগমের কারণে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুরী জুড়ে।পুলিশ সূত্রে খবর, সেখানে আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে পুরীতে প্রায় ১০ হাজার নিরাপত্তা রক্ষী মোতায়েন আছে।ওডিশা পুলিশের ডিজি জানিয়েছেন, চলতি বছরেই, প্রথম বারের মতন একটি সমন্বিত কমান্ড (ইন্টিগ্রেটেড কমান্ড) এবং কন্ট্রোল সেন্টার খোলা হয়েছে। রথ যাত্রার পুরো যাত্রাপথে ভালো করে নজরদারি রাখার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।

পুরীর মন্দিরের সামনে ছাদ ছাড়াও যাত্রাপথের বিভিন্ন জায়গায় থাকছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। এছাড়াও পুরী এবং আশেপাশের রাস্তায় এআই-যুক্ত ২৭৫টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সেই সঙ্গে নজরদারির জন্য থাকছে ড্রোন ক্যামেরাও। পুরী আসার জন্য বিশেষ বাস এবং ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে।