ডিজিটাল ডেস্ক, ১৯ মে : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণার পর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমসহ বেশ কয়েকজন আইনজীবীর ওপর হামলার চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনা ঘিরে কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা হয়। সোমবার সেই মামলায় রাজ্যের উচ্চ আদালত তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ মোট আটজনের বিরুদ্ধে রুল ইস্যু করার নির্দেশ দিয়েছে (High Court issued Rule against Kunal Ghosh)।
কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ আটজনের বিরুদ্ধে রুল ইস্যু করেছে, কারণ নির্ধারিত সময়ের মধ্যে উত্তর দেওয়া হয়নি। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি জানান, অনেকদিন আগেই নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু এখনও তার উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য আদালতে যুক্তি দেন যে, তাঁর মক্কেল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, ফলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয়। পাশাপাশি, তিনি আরও কিছু সময়ের আবেদন করেন, যাতে যথাযথ জবাব বা প্রত্যুত্তর দেওয়া সম্ভব হয়।
আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে, কাউকে কারাদণ্ড দেওয়া হচ্ছে না, তবে এই বিষয়ে আর অতিরিক্ত সময় দেওয়া সম্ভব নয়। আদালতের নির্দেশ অনুযায়ী, কেবল মুখে ব্যাখ্যা দিলেই হবে না, কেন উত্তর দিতে এত দেরি হচ্ছে, তার যথাযথ কারণ জানাতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে।
গত এপ্রিল মাসে শারীর শিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষকদের একাংশ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর চেম্বার ঘেরাও করেন। এই ঘটনার জন্য তৃণমূল সরকারকে দায়ী করেন বিকাশ ভট্টাচার্য, যিনি সিপিএম নেতা এবং আইনজীবী। তিনি অভিযোগ করেন, ‘‘যারা আইনি লড়াই করে ন্যায় প্রতিষ্ঠার চেষ্টা করছেন, শাসক দল তাঁদের বিরুদ্ধে দুর্নীতির পৃষ্ঠপোষকদের লেলিয়ে দিচ্ছে।’’ এদিকে, প্রতিবাদকারী শিক্ষকদের দাবি ছিল যে, বিকাশ ভট্টাচার্যের মতো কিছু আইনজীবী বারবার আদালতের দ্বারস্থ হয়ে তাঁদের চাকরির সুযোগ সংকুচিত করছেন। সেই কারণেই তারা এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন।