প্রকাশিত হাইমাদ্রাসার ফলাফল, বাজিমাত ছাত্রীদের

11

ডিজিটাল ডেস্ক, ৩ মে: হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক্স হ্যান্ডেলে তিনি তাঁদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা পাঠান। পাশাপাশি যাঁরা প্রত্যাশামতো ফল পাননি, তাঁদেরও মনখারাপ না করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পরীক্ষা শেষ হওয়ার ৪০ দিনের মধ্যেই শনিবার প্রকাশিত হল হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। এ বছর হাইমাদ্রাসা পরীক্ষায় অংশ নেয় মোট ৪৪,০৭৩ জন ছাত্রছাত্রী—যার মধ্যে ১৫,৪২০ জন ছাত্র এবং ২৮,৬৫৩ জন ছাত্রী। আলিম পরীক্ষায় বসেছিল ১১,৫৮৮ জন—ছাত্র ৬,৩০২ এবং ছাত্রী ৫,২৮৬ জন। ফাজিল পরীক্ষায় অংশ নেয় ৪,৭১৩ জন, যার মধ্যে ২,৬৩১ জন ছাত্র এবং ২,০৮২ জন ছাত্রী। সব মিলিয়ে এই বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৬০,৩৭৪ জন। তাদের মধ্যে ছাত্র ২৪,৩৫৩ জন এবং ছাত্রী ৩৬,০২১ জন।

এবার হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষায় পাশের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হাইমাদ্রাসায় পাশ করেছে ৯০.৩২ শতাংশ পড়ুয়া, যা গত বছরের ৮২.৯৭ শতাংশের তুলনায় বেশ উন্নত। আলিমে পাশের হার ৯২.৮১ শতাংশ, যেখানে গত বছর ছিল ৯২.১৬ শতাংশ। ফাজিলে এ বছর ৯৩.১৫ শতাংশ পড়ুয়া পাশ করেছে, যা গত বছরের ৯২.৮৯ শতাংশের তুলনায় সামান্য বেশি। ফল প্রকাশের পর উত্তীর্ণ সকল পড়ুয়াকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Comments are closed.