Hyderabad Fire : চারমিনারের কাছে ভয়াবহ আগুন! হায়দরাবাদের মর্মান্তিক ঘটনায় মৃত্যু কমপক্ষে ১৭ জনের

18

ডিজিটাল ডেস্ক, ১৮ মে : হায়দরাবাদের চারমিনার সংলগ্ন একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে রবিবার ভোররাতে, যেখানে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। যদিও আগুনের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়, দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনা (Hyderabad Fire) ঘটেছে।

দমকল বিভাগের এক কর্মকর্তা জানান, ভোর ৬টা ৩০ মিনিটে তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছন। তখন আগুন ভয়াবহ রূপ নিয়েছিল, ফলে অনেক মানুষ ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে অজ্ঞান হয়ে পড়েন, এবং অনেকে বহুতলের ভেতরে আটকে যান।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে একাধিক মহিলা ও শিশু রয়েছেন। ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমি কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে বিষয়টি জানাব এবং মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের আবেদন করব।”

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছেন। হায়দরাবাদ শহরে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগা বহুতলটি আবাসিক ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো, যার ফলে দুর্ঘটনার সময় ভেতরে বহু মানুষ উপস্থিত ছিলেন।