IIM Joka Rape Protest : আইআইএম জোকায় ছাত্রী ধর্ষণের ঘটনা! উত্তাল রাজনীতি, বিক্ষোভ কংগ্রেসের

7

ডিজিটাল ডেস্ক, ১২ জুলাই : আইআইএম কলকাতার (IIM Joka) হস্টেলে এক ছাত্রীর ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। এই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে জোকায় আইআইএম ক্যাম্পাসের সামনে রাস্তায় নামল কংগ্রেস (IIM Joka Rape Protest)।

রাজ্য কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন বহু কর্মী-সমর্থক। হাতে প্ল্যাকার্ড, মুখে স্লোগান তুলে তাঁরা ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। পরে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মীরা। পরে আশুতোষ চট্টোপাধ্যায়-সহ একাধিক কংগ্রেস নেতা ও কর্মীকে আটক করে পুলিশ।

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। অভিযোগ অনুযায়ী, দ্বিতীয় বর্ষের এক ছাত্র ‘কাউন্সেলিং সেশনের’ অজুহাতে এক সহপাঠী ছাত্রীকে হস্টেলে ডেকে নিয়ে যায়। কিন্তু সিকিউরিটি রেজিস্টারে কোনও স্বাক্ষর না করেই ছাত্রীটি কীভাবে বয়েজ হস্টেলে প্রবেশ করলেন, তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, ওই ছাত্র ভিজিটরস রুমে ছাত্রীটিকে ঠান্ডা পানীয় ও কিছু খাবার দেন। অভিযোগ, সেই পানীয়তে মাদক মেশানো ছিল, যা পান করার পরই ছাত্রীটি অচেতন হয়ে পড়েন। এরপর তাঁর উপর শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। জ্ঞান ফেরার পর ছাত্রীটি প্রতিবাদ করলে তাঁকে মারধরও করা হয়, এমনটাই দাবি করেছেন নির্যাতিতা।

আইআইএম কর্তৃপক্ষ এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি প্রকাশ করেনি, তবে সূত্রের খবর, ক্যাম্পাসের ভিতরে গোপনে তদন্তমূলক তৎপরতা শুরু হয়েছে। ঘটনাটিকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক ও উৎকণ্ঠা।

প্রসঙ্গত, কসবার একটি ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার রেশ কাটার আগেই, ফের জোকার মতো একটি কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগে উত্তাল হয়েছে শিক্ষাঙ্গন। শাসক দলের ভূমিকা নিয়েও সরব হয়েছে বিরোধীরা। কেবল কংগ্রেসই নয়, সিপিএম এবং বিজেপিও প্রতিবাদে সরব হয়েছে।