Illegal Army Uniform Sell : ভারতীয় সেনার ইউনিফর্মের অবৈধ বিক্রি, আর্মি ইন্টেলিজেন্স ব্যুরোর অভিযান, গ্রেফতার এক

10

ডিজিটাল ডেস্ক, ৩০ জুন : দেশের নিরাপত্তাকে ঘিরে বড়সড় গাফিলতির ঘটনা সামনে এসেছে শহর শিলিগুড়িতে। সেনাবাহিনীর জন্য নির্দিষ্টভাবে প্রস্তুত নতুন প্যাটার্নের ইউনিফর্ম, যা শুধুমাত্র সেনা ক্যাম্পের ভিতরে ব্যবহারের অনুমতি রয়েছে, তা চুপিসারে খোলা বাজারে বিক্রি হচ্ছিল। এই সংক্রান্ত খবরের ভিত্তিতে গোপন সূত্রে সুকনার ত্রিশক্তি কোরের মিলিটারি ইন্টেলিজেন্স টিম একটি বড়সড় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর তথ্য পায় (Illegal Army Uniform Sell)। এখনও অবধি এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

খবর ছিল বাজারে বিক্রি হচ্ছিল সেনার পোশাক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত সালুগাড়ায় এক দোকানদারকে গ্রেফতার করে সুকনা আর্মি ইন্টেলিজেন্স। এরপর ধৃতকে তুলে দেওয়া হয় ভক্তিনগর থানার পুলিশের হাতে।

বিশ্বস্ত সূত্র থেকে সুকনা আর্মি ইন্টেলিজেন্স জানতে পারে যে সালুগাড়া এলাকায় খোলা বাজারে সেনার নতুন প্যাটার্নের ইউনিফর্ম বিক্রি হচ্ছে। এরপর আর্মি ইন্টেলিজেন্সের একটি টিম ক্রেতা সেজে ওই এলাকায় যায়। সেখানে তারা দেখতে পান, এক টেলারিং দোকানে এক ব্যক্তি, পেশায় দর্জি, সেনার নতুন ইউনিফর্ম বিক্রি করছে। জানা যায় এই ইউনিফর্ম শুধুমাত্র সেনার জন্য প্রস্তুত এবং এর খোলা বাজারে বিক্রির উপর কড়া নিষেধাজ্ঞা রয়েছে।

এই গুরুতর বিষয়টি দেখার পর সুকনা আর্মি ইন্টেলিজেন্স ও ভক্তিনগর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত দোকানদার জাকির হোসেনকে গ্রেফতার করে।

প্রসঙ্গত উরি এবং পুলওয়ামা হামলার পর সেনাদের নিরাপত্তা আরও জোরদার করতে ভারতীয় সেনা তাদের পোশাকে পরিবর্তন আনে। সেই নতুন প্যাটার্নের ইউনিফর্ম কেবলমাত্র সেনা ক্যাম্পের মধ্যেই ব্যবহারযোগ্য এবং বাইরে বিক্রির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। তবুও এই ইউনিফর্ম অবৈধভাবে বাজারে বিক্রি হওয়ায় দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারত বলে মনে করা হচ্ছে।

সেনার ইন্টেলিজেন্স ও ভক্তিনগর থানার পুলিশের তৎপরতায় এই চক্রের পর্দাফাঁস হয়েছে। ধৃত জাকির হোসেনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই অবৈধ ব্যবসার পেছনে কোনও বড় চক্র কাজ করছে, যার তদন্ত চলছে। আজ অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে সুকনা আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো।