ডিজিটাল ডেস্ক, ১৬ মে : পাকিস্তানকে কূটনৈতিকভাবে আরও কোণঠাসা করতে রাজনৈতিক একতাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত (India Against Pakistan)। পহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং সীমান্তপারের সন্ত্রাসে পাকিস্তানের মদত দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহলে তুলে ধরতে কেন্দ্রের এনডিএ সরকার সাংসদদের বিভিন্ন দেশে পাঠাচ্ছে। যদিও এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে সরকারি সূত্রকে উদ্ধৃত করে বিষয়টির উল্লেখ করা হয়েছে।
ওই সূত্র অনুযায়ী, বিভিন্ন দলের সাংসদদের সমন্বয়ে একাধিক প্রতিনিধিদল গঠন করা হচ্ছে। প্রতিটি দলে পাঁচ থেকে ছ’জন সাংসদ থাকবেন। প্রতিনিধিদলগুলিতে শাসক ও বিরোধী উভয় পক্ষের সাংসদেরা থাকলেও, নেতৃত্বে থাকতে পারেন এনডিএ সাংসদেরাই। এই প্রতিনিধিদলগুলির মধ্যে কিছু ব্রিটেনে যাবে, আবার কিছু আমেরিকায় সফর করবে। প্রতিবেদনে উল্লিখিত সূত্র অনুসারে, ইতিমধ্যেই সাংসদদের কাছে আমন্ত্রণপত্র চলে গিয়েছে। গোটা বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছেন সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু।
সব দলের সাংসদদের নিয়ে গঠিত প্রতিনিধিদলকে বিভিন্ন দেশে পাঠিয়ে নয়াদিল্লি একাধিক বার্তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। একদিকে, ভারত গোটা বিশ্বকে বোঝাতে চায় যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে গোটা দেশ ঐক্যবদ্ধ। অন্যদিকে, ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের প্ররোচনামূলক আচরণ আন্তর্জাতিক মহলে তুলে ধরার লক্ষ্যও রয়েছে নয়াদিল্লির।
Comments are closed.