India Beaten England:৬৩ বছর পর এজবাস্টনের মাটিতে ইংল্যান্ড বধ ভারতের

10

ডিজিটাল ডেস্ক ৭ই জুলাইঃ ভারতীয় ক্রিকেটে তরুণ বিগ্রেডের অবিশ্বাস্য উত্থান ইংল্যান্ডের মাটিতে। গিল যুগের স্বর্ণযুগ চলছে। অসাধারণ পারফরম্যান্স যা বিশ্ববাসীর মন জয় করে নিয়েছে। ভারতবাসীর নয়ণের মণি অধিনায়ক শুভমান গিল ইংল্যান্ডের বার্মিংহামে টেস্ট জয় করে নতুন ইতিহাস রচনা করেছেন। ৬৩ বছরের ইতিহাসে ক্রিকেটে এজবাস্টনে প্রথম বার ভারত হারাতে পেরেছে ইংল্যান্ড কে । যশস্বী জয়সওয়াল, রিষভ পন্থ, কেএল রাহুল, অধিনায়ক শুভমান গিল এবং আকাশ দীপ এর অসাধারণ পারফরম্যান্স ভারত জয়ের মূল কান্ডারী। আজ তারুণ্যের জয়গান। এই প্রথম ইংল্যান্ডের বার্মিংহামে ভারতের টেস্ট ম্যাচ জয়। যা আবার ৩৩৬ রানে বিশাল ব্যবধানে জয়। যা বিদেশে মাটিতে সবচেয়ে বড় ব্যবধানে ভারতের জয় এটি। যে ম্যাচে বিশ্ববরেণ্য তারকা ক্রিকেটার বিরাট কোহেলি, রোহিতশর্মা নেই সদ্য অবসর গ্রহণ করেছেন। তারণ্যে ভরপুর নতুন এক দলকে নিয়ে, শুভমান গিল অধিনায়কত্ব কাঁধে নিয়ে অসাধ্য কে সাধন করেছে। এই প্রথম কোন ভারতীয় অধিনায়কের ইংল্যান্ডের বার্মিংহামে টেস্ট জয়(India Beaten England)।

বার্মিংহামে ঐতিহাসিক টেস্ট জয়

ইংল্যান্ডের বার্মিংহামে শুভমান গিল এর নেতৃত্বে ঐতিহাসিক টেস্ট জয় ভারতের। ২৫ বছরের ভারতীয় ক্রিকেটের যুবরাজ তার রাজ্যাভিষেক করলেন এজবাস্টনে টেস্ট জয় এর মাধ্যমে। এই প্রথম ভারতীয় দল ইংল্যান্ডের বার্মিংহামে এজবাস্টনে টেস্ট জয় করলো। এর আগে ভারত, ইংল্যান্ড বার্মিংহামে ৮ টি টেস্ট ম্যাচ খেলেছে। ৭ টি ম্যাচে ভারত পরাজিত হয়েছে। ১ টি টেস্ট ম্যাচ ড্র করেছে কপিল দেবের নেতৃত্বে ১৯৮৬ সালে । ভারতের ৮ জন অধিনায়কের নেতৃত্বে ইংল্যান্ডের বার্মিংহামে টেস্ট ম্যাচ খেলা হলেও কেউ জয় নিয়ে ফিরতে পারেনি। এই প্রথম ৬ ই জুলাই শুভমান গিল এর নেতৃত্বে ঐতিহাসিক টেস্ট জয়।

বিদেশের মাটিতে সবচেয়ে বড় জয়

বিদেশে মাটিতে টেস্টে সবচেয়ে বড় ব্যবধনে জয় শুভমান গিল নেতৃত্ব ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে ৬ ই জুলাই ৩৩৬ রানে। একটা সর্বাধিক রানে জেতা ভারতের টেস্ট ম্যাচ। এর আগে ২০১৯ সালে ৩১৮ রানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ী হয়েছিল ভারত। ২০১৭ সালে ৩০৪ রানে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ী হয়েছিল ভারত। ২০২৪ সালে ২৯৫ রানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ী হয় ভারত। ১৯৮৬ সালে ২৭৯ রানে ইংল্যান্ড কে লিডসে হারিয়েছিলো ভারত।

ইংল্যান্ডের মাটিতে ভারতের ১০ম জয় শুভমান গিল এর নেতৃত্বে। এর আগে অজিত ওয়েদেকর, কপিল দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহেলি নেতৃত্বে ইংল্যান্ডের মাটিতে টেস্টে ম্যাচ জয়ী হয়েছে ভারত। শুভমান গিল হলেন সপ্তম অধিনায়ক যার নেতৃত্বের টেস্ট ম্যাচ জয় ইংল্যান্ডের মাটিতে। সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ জয়ী হয়েছে ভারত ইংল্যান্ডের মাটিতে ৩ বার বিরাট কোহেলির নেতৃত্বে।

বার্মিংহামে টেস্ট জয়ের নায়ক শুভমান গিল, আকাশ দীপ

ইংল্যান্ডের মাটিতে বার্মিংহামে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট অসাধারণ পারফরম্যান্স ভারতীয় অধিনায়ক শুভমান গিলের পরপর সেঞ্চুরি করেই চলেছেন। প্রথম ইনিংস ডাবল সেঞ্চুরি ২৬৯ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৬১ রান। মোট ৪৩০ রান এক টেস্টে যা ভারতীয় দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক। এমনকি এশিয়ান ক্রিকেটার হিসাবেও সর্বোচ্চ রান। অবিশ্বাস্য পারফরম্যান্স যা ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স। ব্যাটিংয়ে অসাধ্য সাধন করেছে শুভমান গিল অপর দিকে এসবাস্টনে জয়ের নায়ক বাংলার পেশার আকাশদীপ । তাঁর আগুনে স্পেলে লণ্ডভণ্ড ইংরেজি বাহিনী। একাই ইংল্যান্ডের দর্প চুর্ণ বিচূর্ণ করে দিয়েছ ১০ উইকেট নিয়ে (১ম ইনিংস ৪ এবং ২য় ইনিংস ৬) এবং ভারত কে জয়ী করেছে।

৩৩৬ রানে ভারতের জয়

ভারত ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এজবাস্টনে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে করে ৫৮৭ রান। অসাধারণ পারফরম্যান্স করে যশস্বী জয়সওয়াল ৮৭ রান, রবীন্দ্র জাদেজা ৮৯ রান। বিধ্বংসী আগুনে ব্যাটিং অধিনায়ক শুভমান গিলের ২৬৯ রান করেন। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ৪০৭ রান। অসাধারণ আগুনে বোলিং করেন মহম্মদ সিরাজ ৬ উইকেট এবং আকাশ দীপ ৪ উইকেট নিয়েছেন।

ভারত দ্বিতীয় ইনিংসে ৪২৭/৬ ডিক্লেয়ার করে দেয়। জয়ের জন্য ইংল্যান্ড কে টার্গেট দেয় ৬০৮ রানের। দ্বিতীয় ইনিংসে ভারতের শুভমন গিল করেন ১৬১ রান, জাদেজা ৬৯ রান, রিষভ পন্থ ৬৫ রান। জবাবে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৭১ রানে অলআউট হয়ে যায়। ৩৩৬ রানের বড় ব্যবধানে জয়ী হয় ভারত। আগুনে বোলিং করে আকাশ দীপ ৬ উইকেট নিয়ে ইংল্যান্ড দলকে দিশেহারা করে দেয়। সিরিজে ফলাফল ১-১