ঈদের মরশুমে শোকের ছায়া হরিয়ানায়

114

ঈদের মরশুমে শোকের ছায়া হরিয়ানায়। সাত সকালেই দুর্ঘটনার কবলে পড়ে স্কুলবাস। হরিয়ানার নারাউলে স্কুলবাস দুর্ঘটনাগ্রস্থ। দুর্ঘটনায় অন্তত ৫ জন স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ১৫ জন গুরুতর আহত হয়েছে। আহত পড়ুয়াদের বর্তমানে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নারনাউলের একটি গ্রামের কাছে স্কুল বাসটি উল্টে যায়। ঈদুল ফিতরের ছুটি থাকলেও স্কুলটি চালু ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। কানিনার উনহানি গ্রামের কাছে জিএল পাবলিক স্কুলের বাসটি উল্টে যায়।

দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও সরকারি নথিতে দেখা যাচ্ছে, ৬ বছর আগে ২০১৮ সালে বাসটির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল।