India Defence Budget : পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের পর দেশের প্রতিরক্ষা খাতে বরাদ্দ হচ্ছে বাড়তি ৫০ হাজার কোটি!
ডিজিটাল ডেস্ক, ১৬ মে : অপারেশন সিঁদুরের সফলতা এবং পাকিস্তানের আক্রমণ প্রতিহত করতে S-400 সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের কার্যকারিতা একবার আরও প্রমাণ করেছে যে দেশের সুরক্ষায় প্রতিরক্ষা বাজেটের যথাযথ বরাদ্দ কতটা গুরুত্বপূর্ণ। এই পরিপ্রেক্ষিতে, ভারতীয় সেনাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকার প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে (India Defence Budget)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, এই বাজেট বৃদ্ধি দেশের সামরিক শক্তিকে আরও উন্নত করতে সহায়ক হবে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষা খাতে অতিরিক্ত বাজেট বরাদ্দের প্রস্তাব সংসদের শীতকালীন অধিবেশনে পেশ করা হতে পারে। উল্লেখ্য, চলতি অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা ক্ষেত্রে ৬.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৯.৫৩ শতাংশ বেশি। তবে, আগের বছর প্রতিরক্ষা বাজেট প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছিল।
পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে সেনাঘাঁটি ধ্বংস করতে ভারত শুধু বিদেশ থেকে আমদানি করা আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করেনি, বরং দেশীয় প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্রের উপরও যথেষ্ট আস্থা রেখেছে। পাক হামলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাশিয়া থেকে কেনা এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ভারতে ‘সুদর্শন চক্র’ নামে পরিচিত। গত ১২ মে এক বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “অপারেশন সিঁদুরে দেশীয় প্রযুক্তিতে নির্মিত অস্ত্রগুলির কার্যকারিতা শক্তিশালীভাবে প্রমাণিত হয়েছে।”
Comments are closed.