India Pakistan News live : বড় সিদ্ধান্ত! পাকিস্তানকে প্রত্যাঘাত কি তবে সময়ের অপেক্ষা?

13

ডিজিটাল ডেস্ক, ৫ মে: পাকিস্তানকে প্রত্যাঘাত সময়ের অপেক্ষা? (India Pakistan News live) রাজ্যকে পাঠানো হচ্ছে কেন্দ্রের অ্যাডভাইসরি। তবে কি শুরু হচ্ছে প্রত্যাঘাতের প্রস্তুতি, সূত্রের খবর রাজ্যে রাজ্যে মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গত সপ্তাহে নৌসেনা ও বায়ুসেনা প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্রের দাবি, এই বৈঠক মূলত জঙ্গি দমন এবং সম্ভাব্য প্রত্যাঘাতের প্রস্তুতি নিয়েই ছিল। এরপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে দেশের কয়েকটি রাজ্যকে নিরাপত্তা মহড়া চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যা পরিস্থিতির গুরুত্বকেই ইঙ্গিত করছে।

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় নির্দেশে যেসব বিষয়ে মহড়া চালানোর কথা বলা হয়েছে, তার মধ্যে রয়েছে— বিমান হামলার আশঙ্কায় সতর্কতা সাইরেন বাজলে কী পদক্ষেপ নিতে হবে, সাধারণ নাগরিক বিশেষ করে ছাত্রছাত্রীদের কী ভূমিকা হবে, আকস্মিক ব্ল্যাকআউট হলে কীভাবে পরিস্থিতি সামাল দিতে হবে এবং জরুরি অবস্থায় কীভাবে দ্রুত ও সুষ্ঠুভাবে উদ্ধারকাজ পরিচালনা করা যাবে— এসবই মহড়ার মূল অংশ।

জানা যাচ্ছে ৭ মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ এসেছে কেন্দ্রের তরফে। সাধারণ নাগরিক ও ছাত্রদের মক ড্রিল করাতে নির্দেশ দিয়েছে কেন্দ্র বলেই সূত্রের খবর।

প্রসঙ্গত, রবিবার রাত ৯টা নাগাদ পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্ট এলাকায় সেনাবাহিনী ‘ব্ল্যাকআউট ড্রিল’ চালায়। এই মহড়ার আগে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে জানিয়ে দেওয়া হয়েছিল, ওই সময় যেন কেউ কোনও ধরনের আলো বা দূর থেকে দৃশ্যমান উজ্জ্বল বস্তু ব্যবহার না করেন।

সাধারণত যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রুপক্ষের নজর এড়াতে কিংবা তাদের বায়ুসেনাকে বিভ্রান্ত করতে এই ধরনের বিস্তৃত অঞ্চলের আলো নিভিয়ে দেওয়া হয়। উল্লেখযোগ্যভাবে, ২২ এপ্রিলের পর থেকেই সীমান্তবর্তী এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। রবিবার রাতের এই ব্ল্যাকআউট মহড়ার পর স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে সতর্কতা আরও বেড়েছে।

সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশও নাকি মিলেছে কেন্দ্রের তরফে।

Comments are closed.