India-Pakistan:মুনিরের গলায় আবারো ভারত বিদ্বেষী সুর, “জবাবে পাল্টা জবাব”

10

ডিজিটাল ডেস্ক ৩০জুনঃ ভারতের কাছে পর্যুদস্ত হয়েও শিক্ষা নেননি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ফের ভারত-বিদ্বেষী কথা শোনা গেল তাঁর মুখে। সেখানেই থামেননি তিনি। কাশ্মীর বিতর্ককেও ফের উস্কে দিতে চেয়েছেন তিনি। শনিবার করাচির নাভাল অ্যাকাডেমির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পাক সেনাপ্রধান। সেখানে তিনি দাবি করেন,কোনও প্ররোচনা না থাকা সত্ত্বেও ভারত দু’বার পাকিস্তানের উপর হামলা চালিয়েছে। কৌশলগত দূরদর্শিতার অভাব থাকার ফলেই ভারত এমন কাজ করেছে বলেও মন্তব্য মুনিরের। তাঁর অভিযোগ, ভারত ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিতে চাইছে। পাকিস্তানই উপমহাদেশে স্থিতাবস্থা বজায় রেখেছে। ভারত ফের আক্রমণ করলে পাকিস্তান পাল্টা জবাব দিতে ছাড়বে না বলেও দাবি করেছেন পাক সেনাপ্রধান(India-Pakistan)।

এর আগেও ভারতে ধর্মীয় বিদ্বেষ উস্কে দিতে চেয়েছিলেন মুনির। দ্বিজাতি তত্ত্বের কথাও শোনা গিয়েছিল তাঁর মুখে। তাত্পর্যপূর্ণভাবে, তার কিছুদিন বাদেই পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা। ধর্ম পরিচয় জেনে খুন করা হয় তাঁদের। জঙ্গিদের বিরুদ্ধে ভারত অপারেশন সিন্দুর শুরু করতেই পাক সেনা পাল্টা হামলা শুরু করে। যদিও তাতে লাভ হয়নি। উল্টে ভারতের ক্ষেপণাস্ত্রের আঘাতে পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ সেনাঘাঁটির ব্যাপক ক্ষতি হয়। যার ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি তারা। কিন্তু করাচির ওই অনুষ্ঠানে নতুন করে কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করতে ভোলেননি মুনির। তাঁকে বলতে শোনা যায়, ‘ভারতের বেআইনি দখলদারির বিরুদ্ধে যে কাশ্মীরি ভাইরা লড়াই করছে, তাদের কথা আমাদের মনে রাখা উচিত। পাকিস্তান চায়, রাষ্ট্রসঙ্ঘের হস্তক্ষেপে কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান হোক।’

এদিকে, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের আত্মঘাতী হামলার পিছনেও ভারতের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছিল ইসলামাবাদ। কিন্তু সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘পাকিস্তানি সেনা সরকারিভাবে এই হামলার জন্য ভারতকে দায়ী করেছে। আমরা এই ভিত্তিহীন অভিযোগ খারিজ করে দিচ্ছি।’ পাখতুনওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে সেনার কনভয়ে হামলা চালায় আত্মঘাতী তালিবান জঙ্গি। ওই হামলায় ১৩ জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে।