India Pakistan Cease Fire : ভারত-পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে : বিদেশসচিব

16

ডিজিটাল ডেস্ক, ১০ মে : আজ সাংবাদিক বৈঠক করে বিদেশসচিব বিক্রম মিস্রি জানিয়ে দেন আজ বিকেল ৫টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে (India Pakistan Cease Fire)।

পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভারত ও পাকিস্তান অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই ঘোষণা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম “ট্রুথ সোশ্যালে” জানিয়েছেন যে আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকে স্বাগত জানিয়েছেন এবং প্রশংসা করেছেন। তিনি দুই দেশকে বাস্তবজ্ঞান ও অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য অভিনন্দন জানিয়েছেন এবং যুদ্ধবিরতি বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিয়ো জানিয়েছেন যে গত ৪৮ ঘণ্টা ধরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স ও তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, পাক সেনাপ্রধান আসিম মুনির, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং আইএসআই প্রধান আসিম মালিক-সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। তাঁর এক্স পোস্টে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রসঙ্গত শনিবার দুপুরেই নিজের বাসভবনে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উচ্চপর্যায়ের ওই বৈঠকে ভারতীয় সেনার তিন বাহিনীর প্রধানেরা ছিলেন। শুক্রবারও সেনাপ্রধানেরা দফায় দফায় বৈঠক করেন মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে। শনিবারের বৈঠকে ছিলেন রাজনাথ। এ ছা়ড়াও চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

Comments are closed.