India Pakistan Cease Fire : আপাতত পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়, চলবে সংঘর্ষবিরতি, জানিয়ে দিল সেনা

8

ডিজিটাল ডেস্ক, ১৮ মে : অপারেশন সিঁদুরের সফলতার পর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া সংঘর্ষবিরতি আপাতত বহাল থাকবে। ভারতের ডিজিএমও নতুন করে পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে কোনো আলোচনা বা বৈঠক করবেন না বলে সেনার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে (India Pakistan Cease Fire)।

১২ মে ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের সঙ্গে শেষবার কথা বলেন পাকিস্তানের ডিজিএমও। ওই আলোচনায় সংঘর্ষবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, রবিবার হয়তো আবার দুই পক্ষের আলোচনা হবে। তবে ভারতীয় সেনা স্পষ্ট জানিয়ে দিয়েছে, রবিবার নতুন কোনো আলোচনা হবে না, সংঘর্ষবিরতি বহাল থাকবে। ১২ মে-র আলোচনায়ই ঠিক হয়েছিল যে, এই সংঘর্ষবিরতির নির্দিষ্ট কোনো মেয়াদ বেঁধে দেওয়া হয়নি এবং দুই পক্ষই আপাতত এই চুক্তি বজায় রাখবে।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতে পরিচালিত জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। হামলার দায় স্বীকার করে লস্কর ই তইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এরপর ভারত পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের ঘাঁটিগুলোর বিরুদ্ধে অভিযান চালায়। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি স্থানে জঙ্গিদের হেডকোয়ার্টার ধ্বংস করা হয়, যা সেনা ও আইএসআই-এর প্রত্যক্ষ সহায়তায় পরিচালিত হচ্ছিল। এই হামলা-পালটা হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমানে সংঘর্ষবিরতি বজায় রয়েছে।

১০ মে বিদেশ সচিব বিক্রম মিসরি সংঘর্ষবিরতির ঘোষণা করেন, তখনই দুই দেশের ডিজিএমওর মধ্যে হটলাইনে আলোচনা হয়। এরপর ১২ মে ফের তাঁদের মধ্যে কথা হয়, যেখানে সংঘর্ষবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সংঘর্ষবিরতি শুরুর পরও পাকিস্তান একাধিকবার তা লঙ্ঘন করে। সেই সময় ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই সতর্ক করে জানান, যদি একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি হয়, তবে সেনা কমান্ডারদের প্রতিহত করার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান যদি চুক্তিভঙ্গ চালিয়ে যায়, তবে ভারত এক বিন্দু জমিও ছাড়বে না।

Comments are closed.