India Pakistan Cease Fire IPL 2025 : ভারত-পাক সংঘর্ষবিরতির আবহে আইপিএল নিয়ে সিদ্ধান্ত হতে পারে ৪৮ ঘণ্টায়

9

ডিজিটাল ডেস্ক, ১১ মে : ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির ঘোষণা হওয়ার পরই আইপিএল পুনরায় শুরু করার উদ্যোগ নিচ্ছে বিসিসিআই। বোর্ড কর্তারা কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চাইছেন। রবিবার থেকে এই প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আনুমানিক ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানা গেছে (India Pakistan Cease Fire IPL 2025)।

ভারত-পাকিস্তান সংঘর্ষের পরিস্থিতির জেরে গত শুক্রবার আইপিএল সাত দিনের জন্য স্থগিত করা হয়, ক্রিকেটারসহ সকলের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিযোগিতার এখনও ১৬টি ম্যাচ বাকি রয়েছে, যার মধ্যে ১২টি লিগ পর্বের এবং ফাইনাল-সহ প্লে-অফের চারটি ম্যাচ অন্তর্ভুক্ত।
বর্তমান পরিস্থিতিতে আইপিএল সম্পন্ন করতে নতুন পরিকল্পনার প্রয়োজন। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া জানান, “আমরা সাত দিনের জন্য আইপিএল স্থগিত করেছি। হাতে কিছু সময় রয়েছে, বিসিসিআই পরিস্থিতির ওপর নজর রাখছে এবং ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ করছে। প্রতিযোগিতা পুনরায় শুরু করতে হলে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকগুলোর অনুমতি প্রয়োজন, পাশাপাশি আইপিএলের সব পক্ষের সঙ্গে আলোচনা করতে হবে।” তিনি আরও বলেন, “আইপিএল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা, কিন্তু কেন্দ্রের অনুমতি ছাড়া পুনরায় টুর্নামেন্ট শুরু করা সম্ভব নয়।

বোর্ড সচিব জানিয়েছেন, আগামী সোমবারের মধ্যে ১০টি দলের কর্তৃপক্ষ, সম্প্রচারকারী চ্যানেল, সংশ্লিষ্ট রাজ্য ক্রিকেট সংস্থা ও স্পনসরদের সঙ্গে আলোচনা করবেন বোর্ড কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গেও আলোচনা হতে পারে। যদি সবকিছু পরিকল্পনামাফিক এগোয়, তবে নির্ধারিত সময়ে আইপিএলের বাকি অংশের নতুন সূচি ঘোষণা করা হবে।

আইপিএল স্থগিত হওয়ার পর সব দলের বিদেশি ক্রিকেটাররা নিজ নিজ দেশে ফিরে গেছেন। ভারত-পাকিস্তান উত্তেজনার বর্তমান পরিস্থিতিতে তাঁরা আবার ভারতে আসতে রাজি হবেন কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডগুলোর অবস্থানও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Comments are closed.