India Pakistan Tensions : আরব সাগরে ১২ মে পর্যন্ত থাকছে নৌসেনা, চলবে যুদ্ধ মহড়া

4

ডিজিটাল ডেস্ক, ৯মে : অপারেশন সিঁদুরের আবহে আরব সাগরে ১২ মে পর্যন্ত থাকছে নৌসেনা, চলবে যুদ্ধ মহড়া ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে পাকিস্তানি প্রতিরোধ ভেঙে দিয়েছে (India Pakistan Tensions)। ভারতীয় বাহিনীর আক্রমণে পাকিস্তানের করাচি বন্দরে বড়সড় হামলা হয়েছে, এবং ইসলামাবাদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতীয় সেনার আক্রমণ অন্তত ১৬টি পাকিস্তানি শহরে একযোগে পরিচালিত হয়েছে। অন্যদিকে, কোয়েটায় বালোচ আর্মির হামলা পাকিস্তানের জন্য আরও চাপে ফেলেছে। দিল্লিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারত-পাকিস্তান সংঘাতের প্রতি মুহূর্তের আপডেটের জন্য নজর রাখা হচ্ছে।

সাউথ ব্লকে শুরু জরুরি বৈঠক। উপস্থিত তিন সেনার প্রধান এবং সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে শেয়ার বাজারে ধাক্কা। ৫০০ পয়েন্ট নামল সেনসেক্স। নিফটিও নামল ২৪ হাজার পয়েন্টের নিচে।

পাশাপাশি ফের পাকিস্তানের এয়ার স্ট্রাইকের আশঙ্কা। চণ্ডীগড়ে ফের শোনা যাচ্ছে সাইরেনের আওয়াজ। দিল্লিতে নিরাপত্তা বাড়ানো হল লালকেল্লা, কুতুব মিনারের।

জানা যাচ্ছে পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ভিডিও পোস্ট করল ভারতীয় সেনা। ড্রোন হামলার পাক ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য দেখা গিয়েছে ওই ভিডিও-তে। যদিও ঠিক কোন জায়গার ভিডিও সেটা জানানো হয়নি।

অপারেশনের আবহে জম্মু ও শ্রীনগরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সকাল থেকে চলছে নাকা চেকিং। শুনশান রাস্তাঘাট। তবে সকাল থেকে শোনা যায়নি সাইরেনের শব্দ। আরও জানা যাচ্ছে নিয়ন্ত্রণরেখায় পাক আক্রমণ রুখে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ধ্বংস অন্তত ৫০টি পাক ড্রোন। দাবি সেনা সূত্রের।

সূত্রের খবর অমৃতসরে ফের এয়ার স্ট্রাইক অ্যালার্ট, লাগাতার বাজছে সাইরেন, সক্রিয় সেনা ও প্রশাসন। তুলনায় শান্ত জম্মু ও শ্রীনগর। মধ্যরাতে ভারতের পশ্চিম প্রান্তে একাধিক শহরে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলার চেষ্টা ব্যর্থ করেছে। এদিকে নিয়ন্ত্রণরেখায় বেড়েছে পাক শেলিং। যোগ্য জবাব দিয়েছে ভারতও। জানাল ভারতীয় সেনা।

জম্মু ও শ্রীনগরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সকাল থেকে চলছে নাকা চেকিং। শুনশান রাস্তাঘাট। তবে সকাল থেকে শোনা যায়নি সাইরেনের শব্দ। নিয়ন্ত্রণরেখায় পাক আক্রমণ রুখে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ধ্বংস অন্তত ৫০টি পাক ড্রোন। দাবি সেনা সূত্রের। অমৃতসরে ফের এয়ার স্ট্রাইক অ্যালার্ট, লাগাতার বাজছে সাইরেন, সক্রিয় সেনা ও প্রশাসন। তুলনায় শান্ত জম্মু ও শ্রীনগর। মধ্যরাতে ভারতের পশ্চিম প্রান্তে একাধিক শহরে ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তান। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলার চেষ্টা ব্যর্থ করেছে। এদিকে নিয়ন্ত্রণরেখায় বেড়েছে পাক শেলিং। যোগ্য জবাব দিয়েছে ভারতও। জানাল ভারতীয় সেনা।

কিছুক্ষণ পরই ৩ সেনার প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। থাকবেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহানও। রাতভর নাকানিচোবানি খেয়েও শিক্ষা হয়নি পাকিস্তানের। ভোরবেলায় ফের নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার। কুপওয়ারা, নৌসেরা, সুন্দেরবানি, উরি এবং আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় গুলি পাকিস্তানের। যোগ্য জবাব ভারতীয় সেনার। এখনও কোনও হতাহতের খবর মেলেনি।

Comments are closed.