India Test Cricket Team : ইংল্যান্ড সিরিজে নতুন অধিনায়কের নাম ঘোষণা করল ভারতীয় বোর্ড, এ বারও জায়গা হল না শামির
ডিজিটাল ডেস্ক, ২৪ মে : রোহিত শর্মার টেস্ট থেকে অবসর নেওয়ার পর ভারতের সামনে নতুন অধিনায়ক বেছে নেওয়ার চ্যালেঞ্জ ছিল। অবশেষে ইংল্যান্ড সফরের আগে শনিবার সেই অধিনায়কের নাম ঘোষণা করল বোর্ড—ভারতের নতুন টেস্ট অধিনায়ক হলেন শুভমন গিল। সঙ্গে ইংল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের দলও প্রকাশ করেছে বোর্ড। ক্রিকেটপ্রেমীদের মধ্যে এখন উৎসাহের নতুন জোয়ার (India Test Cricket Team)!
রোহিত শর্মা ও বিরাট কোহলির অবসরের পর প্রথমবার টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। দলের ওপেনিংয়ে রয়েছেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। পাশাপাশি, অভিমন্যু ঈশ্বরণ ও সাই সুদর্শনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে। প্রয়োজনে রাহুলকে মিডল অর্ডারে ব্যাটিং করানোর পরিকল্পনাও রয়েছে। তিন নম্বরে দেখা যাবে নতুন টেস্ট অধিনায়ক শুভমন গিলকে। দলের এই গঠন নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে!
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন করুণ নায়ার। উইকেটরক্ষক হিসাবে রয়েছেন ঋষভ পন্থ, যিনি দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন ধ্রুব জুরেল। মিডল অর্ডারকে শক্তিশালী করতে রয়েছেন ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর ও অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। এই নতুন কম্বিনেশন নিয়ে দল কেমন পারফর্ম করবে, তা নিয়ে উন্মুখ হয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা!
ভারতের পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন জসপ্রীত বুমরাহ, সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ এবং অর্শদীপ সিং। স্পিন বিভাগ সামলানোর দায়িত্বে থাকবেন কুলদীপ যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন, লিডসে। দ্বিতীয় টেস্ট ২ জুলাই ম্যাঞ্চেস্টারে, তৃতীয় টেস্ট ১০ জুলাই লর্ডসে। এরপর ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট, আর পঞ্চম ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ৩১ জুলাই, লন্ডনের ওভালে। এর আগে, ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দু’টি বেসরকারি টেস্ট খেলবে ভারত, পাশাপাশি নিজেদের মধ্যে একটি আন্তর্দলীয় ম্যাচও অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ইংল্যান্ড সফরের দলে জায়গা হল না মহম্মদ শামির। বাংলার পেসারকে অস্ট্রেলিয়া সফরেও নিয়ে যাওয়া হয়নি। টেস্ট ক্রিকেট থেকে কি বিদায় ঘটে গেল শামির? প্রধান নির্বাচক অজিত আগরকর যদিও বলছেন, শামি এখনও পুরোপুরি ফিট নন। আগামী দিনে সুস্থ হলে ইংল্যান্ডে পাঠানো হতেও পারে।
২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন মহম্মদ শামি। তবে সেই ম্যাচের পর চোটের কারণে ভারতীয় দলের বাইরে থাকতে হয় তাঁকে। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন। তার আগে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেললেও, টেস্ট ক্রিকেটে ফেরার বিষয়ে তাঁর অনাগ্রহের কথা শোনা যায় বাংলা শিবির সূত্রে। কারণ, এখনও তাঁর শরীর পাঁচ দিনের দীর্ঘ ফরম্যাটের ধকল নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত নয়। যদিও কোমর ও হাঁটুর চোট কাটিয়ে ফিরেছেন, তবু টানা সাত-আট ওভার বল করতে সমস্যা অনুভব করছেন তিনি। তাই আইপিএল খেললেও, টেস্ট ক্রিকেটে তাঁর ফেরার সম্ভাবনা আপাতত নেই। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জল্পনা চলছে।
ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ এবং কুলদীপ যাদব।
Comments are closed.