India Withdraw Name World Cup : পাকিস্তানের সাথে খেলতে নারাজ! বিশ্বকাপের সেমিফাইনাল থেকে নাম তুলে নিচ্ছে ভারত!
ডিজিটাল ডেস্ক, ৩০ জুলাই : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনাল খেলতে অস্বীকার করলেন ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স দলের ক্রিকেটাররা। সূত্রের খবর, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ (WCL) টুর্নামেন্টের সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে হামলার ঘটনার জেরে ভারতীয় দল এই ম্যাচে না নামার সিদ্ধান্ত নিয়েছে (India Withdraw Name World Cup)।
গ্রুপ পর্বে ভারত বনাম পাকিস্তান ম্যাচ বাতিল হয়েছিল ভারতের কয়েকজন ক্রিকেটারের নাম প্রত্যাহারের কারণে। সেই পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর। বৃহস্পতিবার নির্ধারিত সেমিফাইনাল ম্যাচের বিরোধিতা করে ভারতের একটি স্পনসর সংস্থা প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নেয়। এরপর দলের শীর্ষস্থানীয় ক্রিকেটার যুবরাজ সিং, শিখর ধাওয়ান, সুরেশ রায়নারা পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত জানান।
দলের বেশিরভাগ ক্রিকেটার পাকিস্তানের মুখোমুখি হতে রাজি না হওয়ায়, শেষমেশ সেমিফাইনাল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স। এর ফলে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী পাকিস্তান সরাসরি ফাইনালে উঠে যেতে পারে। একইসঙ্গে, সংশ্লিষ্ট স্পনসর সংস্থাও ঘোষণা করেছে—পাকিস্তানের কোনও ম্যাচ তারা আর স্পনসর করবে না।
গ্রুপ পর্বে ভারত এক জয়, তিনটি হার ও একটি বাতিল ম্যাচ নিয়ে চতুর্থ স্থানে শেষ করে। অন্যদিকে, পাকিস্তান চারটি জয় ও একটি পরিত্যক্ত ম্যাচের ফলে শীর্ষে ছিল। নিয়ম অনুযায়ী প্রথম ও চতুর্থ দল মুখোমুখি হওয়ার কথা থাকলেও, রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ম্যাচ বাতিল হওয়ার মুখে।