ডিজিটাল ডেস্ক, ২৬ এপ্রিল: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। কাঁটাতারের ওপার থেকে প্রতিদিনই আসছে নানা ধরনের হুঁশিয়ারি। এমন পরিস্থিতিতে এবার ‘শক্তি প্রদর্শনের’ পথে ভারতীয় সেনা—তবে সরাসরি নয়, বরং একটি ভিডিও মাধ্যমে।
শনিবার সকালে ভারতীয় সেনার স্থল বাহিনী একটি ভিডিও প্রকাশ করে, যেখানে স্পষ্টভাবে সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে, ভারতীয় নৌবাহিনীর তরফেও একটি অনুরূপ পোস্টের মাধ্যমে শক্তি ও প্রস্তুতির ইঙ্গিত দেওয়া হয়েছে।
ভারতীয় স্থলবাহিনীর প্রকাশিত ভিডিও-টিতে তুলে ধরা হয়েছে সেনার একাধিক দুঃসাহসিক অভিযানের দৃশ্য। সেখানে বায়ুসেনার অভিযান সংক্রান্ত ছবিও অন্তর্ভুক্ত করা হয়েছে। ভিডিও জুড়ে ব্যবহার করা হয়েছে শব্দ—‘নির্ভীক’, ‘পরিশ্রমী’, ‘অপ্রতিরোধ্য’—যেগুলি সেনার মনোবল ও ক্ষমতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। তাঁদের মধ্যে ২৫ জন ছিলেন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা। অভিযোগ উঠেছে, হামলাকারীরা প্রথমে পর্যটকদের ধর্মপরিচয় জেনে তবেই টার্গেট করে গুলি চালায়।
এই নৃশংস ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে কড়া পদক্ষেপ নেয় ভারত। অটারী সীমান্ত বন্ধ করে দেওয়া হয়, পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং বাতিল করা হয় তাঁদের ভিসা। পাশাপাশি নয়াদিল্লি স্থগিত করে দেয় সিন্ধু জলবণ্টন চুক্তিও।
তবে পাকিস্তান শুরু থেকেই এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের পাল্টা দাবি, ভারত সরকার পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ এবং রাজনৈতিক স্বার্থে পাকিস্তানকে দায়ী করা হচ্ছে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামাবাদও ভারতের বিরুদ্ধে একাধিক কড়া সিদ্ধান্ত নেয়—বাণিজ্য বন্ধ করে দেওয়ার পাশাপাশি তারা শিমলা চুক্তি স্থগিত করার হুঁশিয়ারি দেয়। পাকিস্তান সাফ জানিয়েছে, যদি সিন্ধুর জল বন্ধ করা হয়, তবে তা ‘যুদ্ধ’ হিসেবে দেখা হবে।
Comments are closed.