Indian Navy New Warships : জলপথে ভারতের শক্তি বৃদ্ধি! যোগ দিল কারা?

110

ডিজিটাল ডেস্ক, ২৬ অগাস্ট : ভারতীয় নৌসেনার শক্তি আরও বাড়ল। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর বহরে যুক্ত হল দুটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ—আইএনএস হিমগিরি এবং আইএনএস উদয়গিরি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং নৌবাহিনীর শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে এই দুই জাহাজকে কমিশন করা হয়। এর ফলে সমুদ্রে ভারতের নজরদারি ও প্রতিরক্ষা আরও মজবুত হল বলে মনে করছে প্রতিরক্ষা মহল (Indian Navy New Warships)।

আইএনএস হিমগিরি এবং আইএনএস উদয়গিরি আত্মনির্ভর ভারতের উদাহরণস্বরূপ দুটি শক্তিশালী যুদ্ধজাহাজ। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই জাহাজদুটির ৭৫ শতাংশেরও বেশি উপাদান সম্পূর্ণভাবে ভারতে তৈরি। ‘প্রজেক্ট ১৭ আলফা’-র আওতায় নির্মিত এই জাহাজগুলি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত অগ্রগতির এক বড় নজির বলে মনে করছে নৌসেনা। একইসঙ্গে, এই ডুয়াল কমিশনিং ঘটনাটি প্রমাণ করে যে, ভারতের জাহাজ নির্মাণে ক্ষমতা কতটা বেড়েছে এবং দেশীয় প্রতিরক্ষা শিপইয়ার্ডগুলোর মধ্যে সমন্বয় ও দক্ষতা কতটা দৃঢ় হয়েছে।

একই দিনে ভারতের দুই প্রধান জাহাজ নির্মাণ সংস্থার তৈরি দুটি যুদ্ধজাহাজ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া এক বিরল ঘটনা। উল্লেখযোগ্যভাবে, আইএনএস হিমগিরি নির্মাণ করেছে কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE), আর আইএনএস নীলগিরি তৈরি হয়েছে মুম্বইয়ের মাজাগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড (MDL)-এর তত্ত্বাবধানে। এই যুগল সংযোজন দেশের জাহাজ নির্মাণ শিল্পের সক্ষমতা এবং পরিকাঠামোগত শক্তির গুরুত্বপূর্ণ প্রমাণ।