ডিজিটাল ডেস্ক, ৩ জুলাই : কথা কও….. ইউটিউব দুনিয়ায় আরও এক নতুন সংযোজন (Indrani Dutta YouTube Channel)। স্বরচিত কবিতা পাঠের নতুন চ্যানেল। লেখা এবং পাঠ-এ ইন্দ্রানী দত্ত। ১৩ বছর বয়স থেকে কবিতা লেখার শুরু করেন ইন্দ্রানী দত্ত। কিন্তু কখনও ভাবেননি তা চ্যানেলের মাধ্যমে জনসমক্ষে আনবেন।
আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের অনুরোধে শেষ পর্যন্ত নিজের কবিতা এবার প্রকাশ্যে আনছেন ইন্দ্রানী দেবী। বুধবার চ্যানেলের আনুষ্ঠানিক প্রকাশে উপস্থিত ছিলেন কল্যাণ সেন বরাট, সুবোধ সরকার, শ্রীজাত সহ প্রমুখরা।