IPL 2025 Resumes : শনিবারে থেকে শুরু হতে চলেছে আইপিএল, পরিবর্তন হয়েছে সূচিতে

7

ডিজিটাল ডেস্ক, ১৩ মে : ভারত-পাকিস্তান সংঘর্ষের কারণে আইপিএল ২০২৫ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই (IPL 2025 Resumes)। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল যে টুর্নামেন্ট এক সপ্তাহের জন্য স্থগিত থাকবে।

যুদ্ধবিরতির ঘোষণার পর থেকেই আইপিএল পুনরায় শুরু হওয়ার বিষয়ে জল্পনা চলছিল। এই পরিস্থিতিতে সোমবার, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ঘোষণা করেছে যে আগামী শনিবার থেকে আইপিএল ২০২৫ পুনরায় শুরু হবে। ক্রীড়া সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। ফাইনাল ৩ জুনে পিছিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি পূর্ব নির্ধারিত সূচির কিছু ভেন্যুও বদল করা হয়েছে।

বিসিসিআই সূত্রে জানা গেছে, আইপিএল ২০২৫-এর লিগ পর্বের বাকি ম্যাচগুলি ছয়টি শহরে অনুষ্ঠিত হবে—বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, মুম্বই ও আহমেদাবাদ। তবে প্লে-অফস ও ফাইনালের ভেন্যু এখনো নির্ধারণ করা হয়নি। ম্যাচ সূচি নির্ধারণে শহরগুলির অবস্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশের ধরমশালা ও পাঞ্জাবের মুল্লানপুর স্টেডিয়ামে কোনো ম্যাচ রাখা হয়নি। আগে শোনা গিয়েছিল কলকাতায় কিছু ম্যাচ হতে পারে, এবং পূর্ব সূচি অনুযায়ী ফাইনালও কলকাতায় হওয়ার কথা ছিল। তবে এখন তা আর হচ্ছে না।

ভারতের ইংল্যান্ড সফর আসন্ন, এবং বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের পর দলের নির্বাচন এখন বিসিসিআই নির্বাচকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আইপিএল শেষ না হলে দল গঠন করে টিম ইন্ডিয়াকে ইংল্যান্ড সফরে পাঠানো চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

Comments are closed.