Iran-Israel The Conflect:ইরান ইসরায়েল সংঘাতের শঙ্কা ফের মধ্যপ্রাচ্যের আকাশে

31

ডিজিটাল ডেস্ক ৩০জুনঃ ইরানের সামরিক প্রধান মৌসাভি আগেই ইসরায়েলের যুদ্ধবিরতি প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। এখন সাবেক ন্যাটো কর্মকর্তা ইউসুফ আলাবারদা বলছেন, নেতানিয়াহুর অতীত কর্মকাণ্ড বিবেচনায় ইরানের এই সন্দেহ অমূলক নয়। টানা ১২ দিনের সংঘাতের পর ইজ়রায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু ‘শত্রু’কে বিশ্বাস করছে না তেহরান (Iran-Israel The Conflect)।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আলাবারদা বলেন, নেতানিয়াহু যে যুদ্ধবাজ, তা খুবই স্পষ্ট। তিনি শুধু ইরানের ওপরই হামলা করেননি, ফিলিস্তিনের ভূখণ্ডেও করেছেন। গতকাল লেবানন বোমা মেরেছেন, একইসঙ্গে সিরিয়ার কিছু অংশেও ঢুকে পড়েছেন। তিনি আরও বলেন, ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা এতদিন ইসরায়েলি বিমান হামলা ঠেকাতে কার্যত ব্যর্থ হয়েছে; যা নেতানিয়াহুকে আবার হামলায় প্ররোচিত করতে পারে। আলাবারদা আরও বলেন, ইরান-আকাশ এখনো আমেরিকান ও ইসরায়েলিদের জন্য উন্মুক্ত এটাই নেতানিয়াহুর জন্য সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার । তিনি এটিকে একটি সুযোগ হিসেবেই দেখছেন। ইরান মনে করছে, এই সুযোগ কাজে লাগিয়ে নেতানিয়াহু যেকোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করে আক্রমণ শুরু করতে পারেন। এতে করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আবারও অগ্নিস্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গত ১৩ জুন থেকে ইজ়রায়েল এবং ইরানের সংঘাত শুরু হয়েছিল। আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ইরানের আলোচনার মাঝেই সে দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। তাদের হামলায় ইরানের চার শীর্ষ সেনাকর্তা এবং ন’জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হয়েছিল। এর পরেই প্রত্যাঘাত শুরু করে তেহরান। মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছোড়া হতে থাকে জেরুসালেম, তেল আভিভ লক্ষ্য করে। কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই আটকে দেয় ইজ়রায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইজ়রায়েলের মাটিতে গিয়ে পড়েছে। পাল্টা ইজ়রায়েলও টানা হামলা চালিয়েছে। সংঘাত চলেছে ২৪ জুন পর্যন্ত। ইজ়রায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানে হামলা চালিয়েছে আমেরিকার সেনাবাহিনীও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের তিনটি প্রধান পরমাণুঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। এর পর ২৪ জুন ট্রাম্প আচমকাই ঘোষণা করেন, ইজ়রায়েল এবং ইরান সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। আর যুদ্ধ হবে না। তার পরেও অবশ্য উভয়পক্ষ বিক্ষিপ্ত ভাবে যুদ্ধবিরতি লঙ্ঘনের দাবি করেছিল। তবে আপাতত হামলা বন্ধ রয়েছে। ইজ়রায়েলের হামলায় ইরানে ৬২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সে দেশের সরকার। ইজ়রায়েলের সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২৮ জনের মৃত্যু হয়েছে, জখম হাজারের বেশি।