Jagdeep Dhankhar Resignation Update : ধনকড়ের ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির! অবসর জীবনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর! বাড়ছে রাজনৈতিক জল্পনা

23

ডিজিটাল ডেস্ক, ২২ জুলাই : সোমবার রাতে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। মঙ্গলবার তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করেই পদত্যাগ করেছেন ধনখড়। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রাক্তন উপরাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেন এবং অবসর জীবনের জন্য তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানান (Jagdeep Dhankhar Resignation Update)।

সামাজিক মাধ্যমে ইংরেজি ও হিন্দি ভাষায় সদ্য প্রাক্তন উপররাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে শুভেচ্ছা জানিয়ে একটি সংক্ষিপ্ত বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, “শ্রী জগদীপ ধনখড়জি ভারতের উপরাষ্ট্রপতি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দেশের সেবা করার সুযোগ পেয়েছেন। আমি তাঁর সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করি।”

তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ধনখড়ের পদত্যাগ ঘিরে জাতীয় রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান পদ থেকে হঠাৎ ইস্তফা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কংগ্রেসের মহাসচিব জয়রাম রমেশ সন্দেহ প্রকাশ করে বলেন, ধনখড় মোদি সরকারের চাপেই পদত্যাগে বাধ্য হয়েছেন। তাঁর দাবি, বাইরে যতটা দেখা যাচ্ছে, আসলে পর্দার আড়ালে ঘটেছে আরও বড় কিছু।

এই পরিস্থিতিতে নতুন উপররাষ্ট্রপতি কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। সম্ভাব্য নামের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন জেডিইউ-র নেতা ও রাজ্যসভার বর্তমান ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং, যিনি নীতীশ কুমারের ঘনিষ্ঠ বলেই পরিচিত। রাজনৈতিক মহলের মতে, তাঁকেই উপরাষ্ট্রপতির পদে বসিয়ে বিহারে নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার।