ডিজিটাল ডেস্ক, ৯ জুলাই : আবারও ভেঙে পড়ল ভারতীয় সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান (Jaguar Fighter Aircraft Crash)। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার, রাজস্থানের চুরু জেলার রতনগড় শহরের কাছে। স্থানীয় সূত্রে খবর, ভানুদা গ্রামের একটি মাঠে ভেঙে পড়ে বিমানটি। যদিও এখনও পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘটনার কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
ঘটনাস্থল থেকে একজনের দেহ উদ্ধার করা হয়েছে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সেটি পাইলটের। তবে এখনও পর্যন্ত বিমান বাহিনীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। দুর্ঘটনার সময় বিমানে কতজন ছিলেন, তাও এখনও স্পষ্ট নয়।
পুলিশের প্রাথমিক অনুমান, খারাপ আবহাওয়ার কারণেই যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়েছে। রাজস্থানের ওই এলাকায় প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া ছিল বলে জানা গেছে। জাগুয়ার মডেলের এই যুদ্ধবিমানটি স্থানীয় বিমান ঘাঁটি থেকে উড়েছিল। তবে এখনও পর্যন্ত বিমানবাহিনীর কোনও প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।
এই নিয়ে গত তিন মাসে ভারতীয় বিমান বাহিনীর এটি দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে, ১ এপ্রিল গুজরাতের জামনগরে একটি জাগুয়ার যুদ্ধবিমান প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছিল। ওই বিমানে তিনজন পাইলট ছিলেন—যার মধ্যে দু’জন প্রাণে বেঁচে গেলেও, তৃতীয়জনের মৃত্যু হয়। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বিমানের পাইলট সিদ্ধার্থ যাদবের। জানা যায়, দুর্ঘটনার সময় তাঁর প্যারাস্যুট কাজ না করায় তিনি বাঁচতে পারেননি।