Jayanta Malla Baruah: গরুর পর এবার জমি কেলেঙ্কারি!

10

Jayanta Malla Baruah: বিতর্কিত মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়ার বিরুদ্ধে এবার জমি কেলেঙ্কারির চাঞ্চল্যকর অভিযোগ। সাংবাদিক সম্মেলন ডেকে জমি কেলেঙ্কারির তথ্য ফাঁস করলেন বিধায়ক অখিল গগৈ। এদিকে, জয়ন্তমল্লের অপসারণের দাবিতে গুয়াহাটিতে বিক্ষোভ সিপিএমের।

গরুর পর এবার জমি কেলেঙ্কারি!
জমি বিতর্কে নাম জড়াল মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়ার

গরুখুঁটির গরু কেলেঙ্কারি ও ভরতুকি থাকা সরকারি লোনে বিতর্কিত হয়েছিলেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া। এবার জমি কেলেঙ্কারিতে নাম জড়াল মন্ত্রীর। শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে বহু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন রাইজর দলের প্রধান তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। তাঁর দাবি, মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া তাঁর কোম্পানির নামে

‘একদিনে রঙিয়ার কুন্তিবাড়িতে ৩৯ বিঘা ৩ কাটা ১৬ লেসা জমি ক্রয় করেন’
‘JMB অ্যাকুয়া এগ্রো প্রাইভেট লিমিটেডের নামে কেনা হয় এই জমি’
‘এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জয়ন্তমল্ল বড়ুয়ার স্ত্রী’
‘২০২৩ সালের ২৬ এপ্রিল কেনা হয়েছিল এই জমি’

শুধু তেজপুর বা কুন্তিবাড়ি নয়, অখিল গগৈর অভিযোগ, জয়ন্তমল্ল বড়ুয়ার দখলে এছাড়াও রয়েছে ৮৫ বিঘা জলাশয় ও সরকারি জমি!

‘মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া দখল করেছেন সরকারি জমিও’
‘২৪ ঘণ্টার মধ্যে করা হোক উচ্ছেদ’
মুখ্যমন্ত্রীর প্রতি আহ্বান অখিল গগৈয়ের

এদিকে, মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়াকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবিতে সরব সিপিএম। শুক্রবার জয়ন্তের অপসারণের দাবিতে গুয়াহাটির রোটারি ক্লাব পয়েন্টে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিএমের নেতাকর্মীরা। তবে গোটা বিষয়টি নিয়ে নীরব গেরুয়া শিবির।