JAYANTA MALLA BARUYA: ‘যেখানে পাবলিসিটি সেখানেই যান গৌরব গগৈ, দেবব্রত শইকিয়া’
JAYANTA MALLA BARUYA: পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জোটের দারুণ ফলাফলের পর কংগ্রেস সভাপতির তীব্র সমালোচনা মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার। তাঁর মন্তব্য, ভূপেন বরা হয়ত বিজেপিতে আসার ইঙ্গিত দিয়েছেন। তবে, বিজেপি নেতৃত্বই বলবে তাঁকে দলে নেওয়া হবে কিনা।
‘যেখানে পাবলিসিটি সেখানেই যান গৌরব গগৈ, দেবব্রত শইকিয়া’
‘আমার কেন্দ্রে গিয়ে প্ৰচার ব্যাপক চালান তাঁরা’
‘কিন্তু একটা ওয়ার্ড সদস্যকেও জেতাতে পারেনি কংগ্ৰেস’ :মন্তব্য মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার
অসমের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের জয় জয়কার। জোটের ভালো ফলাফলের প্রেক্ষিতে কংগ্রেসকে একহাত নিলেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। কংগ্রেস সভাপতি ভূপেন বরার তীব্র সমালোচনা করেন জয়ন্ত। তিনি বলেন, ভূপেন বরা বিজেপিতে আসার ইঙ্গিত দিলেও তাঁকে দলে নেওয়া হবে কিনা বলবে নেতৃত্বই।
‘উজান এবং নিম্ন অসমে সমান ভাল ফল করেছে বিজেপি’
‘অখিল গগৈ, লুরিনজ্যোতি গগৈ স্রেফ কাগুজে বাঘ’
‘নির্বাচনে জয়ের পুরো কৃতিত্ব মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার’
জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া বলেন, ভূপেন বরা সম্ভবত সরকারি গাড়ি চড়তে আমাদের দলে আসবেন। এরকম একটা পরিস্থিতি লক্ষ্য করছি। সরকারি গাড়ি চড়তে হলে তো আমাদের দলে আসতেই হবে। আমাদের দল যদি তাঁকে গ্রহণ করে তাহলে অবশ্যই সরকারি গাড়িতে তিনি চড়বেন।
সেকারণেই তিনি বিজেপিতে আসার ইঙ্গিত দিয়েছেন হয়ত। আমরা সেরকমই ভেবেছি। কারণ, সরকারি গাড়িতে চড়তে হলে আমাদের দলে আসতে হবে। তিনি হয়ত একট প্রস্তাব দিয়েছেন আসতে চান বলে। কিন্তু আমাদের দল নেতৃত্ব তাঁকে দলে নেবে কিনা জানি না।
জয়ন্ত মল্ল বরুয়া বলেন, কংগ্রেস বিশেষ করে ভূপেন বরার নেতৃত্বে যখন থেকে চলছে তখন থেকেই তারা একেকটা কথা বলার জন্য তৈরি হয়ে যান। কখনও তাঁরা ইভিএম-এর কথা বলেন। কখনও পুলিশ প্রশাসনের কথা বলেন। বা, কখনও বলেন, সরকার থাকলে জিতে যায়। নির্বাচনে হেরে গেলে কিছু একটা তো বলতেই হবে।
পঞ্চায়েত নির্বাচনে দল তথা জোটের ভাল ফলের জন্য অসমের জনগণকে ধন্যবাদ জানান জয়ন্ত। তিনি বলেন, যেসব অঞ্চলে বিজেপির তেমন প্রভাব ছিল না সেসব অঞ্চলেও ভোট পেয়েছে বিজেপি। সেকারণেই এই বিপুল জয়। তিনি বলেন, জয়ের কৃতিত্ব ডঃ হিমন্ত বিশ্ব শর্মার। তাঁর মতে, ব্যাপক উন্নয়নের জন্যই মানুষ বিজেপিকে ভোট দিয়েছে।
Comments are closed.