উত্তরবঙ্গে বিজেপির জোর ধাক্কা, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী জন বার্লা [John Barla]
ডিজিটাল ডেস্ক, ১৫ মে : সমস্ত জল্পনার মেঘ কাটিয়ে বিজেপি [BJP] ছেড়ে তৃণমূলে [Trinamool] যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী জন বার্লা [John Barla]। মুখ্যমন্ত্রীর [Mamata Banerjee] আসন্ন উত্তরবঙ্গ সফরের প্রাক্কালে জন বার্লার দলত্যাগ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ। আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লাকে গত লোকসভা নির্বাচনে দল টিকিট দেয়নি। এরপর থেকেই বিজেপির [BJP] সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে শুরু করে। সূত্রের খবর, দিল্লি থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও, গত জানুয়ারিতেই তাঁর অভিমানের বহিঃপ্রকাশ ঘটে।
তৃণমূলে যোগ দিয়ে জন বার্লা জানান, “গত ৬-৭ মাস ধরে আলোচনা চলছিল। দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) আমাকে ফোন করে কাজ করার জন্য বলেছিলেন। আমি চা বলয় থেকে এসে যখন মন্ত্রী হই, তখন প্রতিটি কাজেই বাধার সম্মুখীন হতাম।” এই প্রসঙ্গে তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর [Suvendu Adhikari] নাম উল্লেখ করেন তিনি।

জন বার্লা অভিযোগ করেন, চা বাগানের মানুষের ভোটে বিজেপি জয়লাভ করলেও, তাঁদের জন্য কোনো কাজ করেনি। বরং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে ‘চা সুন্দরী’ এবং জমির পাট্টার কথা উল্লেখ করেন। তিনি বলেন, “বিজেপিকে ভোট দিয়ে জেতানো হলেও, তারা এক ইঞ্চি জমিও দেয়নি। অথচ দিদি ৫ ডেসিমেল জায়গা দিয়েছেন। চা বাগানে আমাদের জায়গা মিলেছে।” তিনি আরও জানান, ভবিষ্যতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চা বাগান নিয়ে আলোচনা করবেন।
Comments are closed.