Joint Entrance Result Out : জয়েন্টের ফল প্রকাশে কাটল জট, সুপ্রিম নির্দেশে স্বস্তি রাজ্যের, আজই ফলপ্রকাশ করবে বোর্ড

109

ডিজিটাল ডেস্ক, ২২ অগাস্ট : সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষে স্বস্তির খবর। ওবিসি সংরক্ষণ নিয়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রেক্ষিতে জনস্বার্থ মামলায় কলকাতা হাই কোর্টের দেওয়া নির্দেশে স্থগিতাদেশ জারি করল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দেয়। এর ফলে মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পথে আর কোনও বাধা রইল না। জানা যাচ্ছে, আজ, শুক্রবারই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হতে পারে। তবে মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী সোমবার (Joint Entrance Result Out)।

চার মাস আগে অনুষ্ঠিত হয়েছিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এরপর ওবিসি সংরক্ষণ নিয়ে তৈরি হয় জটিলতা। সেই নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা, যার শুনানি হয় বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। হাই কোর্ট জানায়, সংরক্ষণ সংক্রান্ত জট না কাটলে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করা যাবে না। এই নির্দেশে দুশ্চিন্তায় পড়ে যায় মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষায় বসা কয়েক লক্ষ পড়ুয়া।

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে আজ, শুক্রবার শুনানি হয়। শুনানিতে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। ফলে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে আর কোনও আইনি বাধা রইল না, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ফল প্রকাশের পথ মসৃণ হল।

গত ৭ অগস্ট প্রকাশ হওয়ার কথা ছিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। কিন্তু ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতার কারণে তা সম্ভব হয়নি। কলকাতা হাই কোর্ট ২০১০ সালের পর ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়, যার জেরে ভর্তি প্রক্রিয়াতেও দেখা দেয় জট।

২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্সে অংশগ্রহণকারী ওবিসি পরীক্ষার্থীদের নিয়ে নতুন প্যানেল তৈরির নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই সঙ্গে বলা হয়েছিল, ২০১০ সালের আগে যে ৬৬টি ওবিসি সম্প্রদায় তালিকাভুক্ত ছিল, শুধুমাত্র সেই ভিত্তিতে নতুন মেধাতালিকা তৈরি করতে হবে। যাঁদের ওবিসি শংসাপত্র ২০১০ সালের পরে ইস্যু হয়েছে, তাঁরা কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন না—এই নির্দেশও দিয়েছিল আদালত। এর ফলে ব্যাপক জট তৈরি হয়।

এই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও দায়ের হয় জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে আজ জয়েন্ট এন্ট্রান্স সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানে কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়। এর ফলে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের পথ আপাতত সুগম হল।