ডিজিটাল ডেস্ক, ২৫ অগাস্ট : মারা গেলেন প্রাক্তন অভিনেতা তথা বিজেপি নেতা জয় ব্যানার্জী (Joy Banerjee Passe Away)। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, শ্বাসকষ্ট জনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।
সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুর সময় পাশে ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও মা। গত ১৫ অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এবং ১৭ অগস্ট ভেন্টিলেশনে দেওয়া হয়। অভিনেতার সহকারী ছোটু জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালেই রাখা রয়েছে। প্রায় চার ঘণ্টা পর সম্পন্ন হবে অন্ত্যেষ্টিক্রিয়া।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয়। তবে ২০২১ সালে তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন যে, আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না। চুমকি চৌধুরীর সঙ্গে জয়ের জুটি আজও সিনেপ্রেমীদের মনে গেঁথে আছে। সুখেন দাস ও অঞ্জন চৌধুরীর বহু ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘নাগমতি’–সহ একাধিক ছবিতে নায়কের ভূমিকায় নজর কাড়েন তিনি। বিশেষ করে ‘চপার’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছিল। তাঁর প্রয়াণে টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া।
বিস্তারিত আসছে…