Junior Doctor Transfer Update : হাইকোর্টে স্বস্তি জুনিয়র ডাক্তারদের! বদলির ইস্যুতে রাজ্যের আবেদন খারিজ
ডিজিটাল ডেস্ক, ৩০ জুলাই : আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের হঠাৎ বদলি সংক্রান্ত মামলায় বড় ধাক্কা খেল রাজ্য সরকার। অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়া এবং দেবাশিস হালদার—এই তিন চিকিৎসকের দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, এই মামলার শুনানি স্যাটে (স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল) নয়, চলবে হাইকোর্টেই। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে রাজ্যের আবেদন খারিজ হয়ে যায় (Junior Doctor Transfer Update)।
মূল বিরোধের কেন্দ্রে একটি প্রশ্ন—চলমান এমডি ও এমএস প্রশিক্ষণে থাকা জুনিয়র ডাক্তারদের হঠাৎ বদলি আদৌ আইনসঙ্গত কি না। চিকিৎসকরা আদালতে জানান, তাঁরা স্থায়ী নয়, বরং চুক্তিভিত্তিক প্রশিক্ষণরত। ফলে এই অবস্থায় বদলির কোনও প্রশ্নই ওঠে না। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে তাঁরা চ্যালেঞ্জ করেন। হাইকোর্ট সেই চ্যালেঞ্জকে গ্রহণ করে রাজ্যের স্যাটে পাঠানোর আর্জি খারিজ করেছে।
এই পরিস্থিতিতে হাইকোর্টে মামলা দায়ের করেন অনিকেত মাহাতো ও তাঁর সহকর্মীরা। পাল্টা যুক্তি দিয়ে রাজ্য সরকার জানায়, যেহেতু এই চিকিৎসকদের বেতন সরকার বহন করে, তাই বিষয়টির শুনানি হওয়া উচিত স্যাটে (সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল)। কিন্তু কলকাতা হাইকোর্ট সে যুক্তি মানতে নারাজ।
বিচারপতি বিশ্বজিৎ বসু স্পষ্ট জানান, মামলাগুলির শুনানি চলবে হাইকোর্টেই এবং তা তাঁর এজলাসেই হবে। তিনি মন্তব্য করেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য প্রশাসনের আরও গভীর চিন্তাভাবনা করা উচিত ছিল। তা হলে আদালতের মূল্যবান সময়ও সাশ্রয় হত।
সেই সঙ্গে আদালতের নির্দেশ—মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত অনিকেত মাহাতো বা অন্য কোনও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। ফলে আদালতের রায়ে আপাতত বড় স্বস্তিতে আরজি করের ওই তিন জুনিয়র ডাক্তার। পাশাপাশি, বদলির মতো সংবেদনশীল বিষয়ে রাজ্যের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলে দিল হাইকোর্টের পর্যবেক্ষণ।