Junior Doctors Not Attending Nabanna Abhijan : আরজি কর কাণ্ডের এক বছরে নবান্ন অভিযানে নেই জুনিয়র ডাক্তারেরা? কারণ কী?
ডিজিটাল ডেস্ক, ৬ অগাস্ট : আরজি কর-কাণ্ডের এক বছর পূর্তিতে আগামী ৯ অগস্ট ‘নবান্ন অভিযান’ কর্মসূচিতে অংশ নেবেন নির্যাতিতার বাবা-মা। তবে ওই কর্মসূচিতে থাকবেন না আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের বক্তব্য, ৮ অগস্ট তাঁদের নিজেদের নির্ধারিত কর্মসূচি রয়েছে, যেখানে তাঁরা অংশ নেবেন। কেন ৯ অগস্টের কর্মসূচিতে থাকবেন না, সেই ব্যাখ্যাও দিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা। তাঁদের মতে, ওই কর্মসূচির ডাক প্রথমে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এরপর নির্যাতিতার বাবা-মা এতে যোগ দেওয়ার কথা জানান। কিন্তু আন্দোলনরত ছাত্র-ছাত্রীরা স্পষ্ট করেছেন, তাঁরা সমস্ত রকম রাজনৈতিক কর্মসূচি থেকে দূরে থাকতে চান (Junior Doctors Not Attending Nabanna Abhijan)।
২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চার তলার সেমিনার হল থেকে এক চিকিৎসক-ছাত্রীর দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনার বর্ষপূর্তিতে, আসন্ন ৯ অগস্ট, শনিবার নবান্ন অভিযান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দু’দিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের ঘোষণা করেন। এরপর গত শনিবার তিনি নির্যাতিতার বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কথা বলার পর বাইরে এসে শুভেন্দু জানান, নির্যাতিতার পরিবারও এই কর্মসূচিতে অংশ নেবেন। তবে এই কর্মসূচি থেকে নিজেদের দূরে রাখার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তাঁদের বক্তব্য, এই কর্মসূচিতে তাঁরা থাকবেন না।
প্রসঙ্গত, ৮ অগস্ট নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’। ওই দিন রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত পথে নামবেন তাঁরা। আয়োজন করা হয়েছে এক মশাল মিছিলে।
কারণ, ঠিক এক বছর আগে, ২০২৪ সালের ৮ অগস্ট রাত ১২টা থেকে ৯ অগস্ট ভোর ৪টার মধ্যেই ঘটে যায় আরজি কর-কাণ্ড। সেই ঘটনার সময়কালকে স্মরণ করেই এবার ৮ অগস্ট রাত ১২টায় শ্যামবাজারে জমায়েতের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেখান থেকে মশাল মিছিল করে কলেজ স্কোয়্যার পর্যন্ত যাত্রা হবে বলে জানিয়েছেন তাঁরা। এই কর্মসূচিতে সমাজের সব স্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বানও জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকেরা।
চিকিৎসক-ছাত্রীর মৃত্যুর পরে তাঁর হয়ে বিচার চেয়ে এবং বিভিন্ন দাবিতে আন্দোলনে সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার তাঁদের তরফে জানানো হয়েছে, ‘‘বিরোধী দলনেতা এক জনসভায় ঘোষণা করেন, ‘আমি অভয়ার বাবা-মাকে বলব, এরকম একটি কর্মসূচির ডাক দিন।’ তিনি বলেছেন, দলীয় পতাকা ছাড়াই যেন কর্মসূচি হয়। কিন্তু আমরা আগেও রাজনৈতিক কর্মসূচি থেকে নিজেদের দূরে রেখেছি, এবারও সেই অবস্থানেই থাকছি।’’
তাঁরা আরও বলেন, ‘‘এই অভিযানে আমাদের পক্ষে অংশ নেওয়া সম্ভব নয়। আমরা মনে করি, যদি নির্যাতিতার বাবা-মা নিজে থেকে এই কর্মসূচির ডাক দিতেন, এবং সেটি নিরপেক্ষ থাকত, তবে পরিস্থিতি ভিন্ন হতে পারত।’’
এর পাশাপাশি নাম না-করে বিরোধী দলের দিকেও ইঙ্গিত করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তাঁদের বক্তব্য, ‘‘সিবিআই তদন্তে যে ভূমিকা নিচ্ছে, তা অত্যন্ত ন্যক্কারজনক। এমন অবস্থায় রাজ্যের বিরোধী দলনেতার পাশে দাঁড়িয়ে আমরা মিছিল করতে পারি না। এতে আমাদের আন্দোলনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে।’’