Jyoti Malhotra ISI Chat : হোয়াট্সঅ্যাপে ‘আইএসআই গুপ্তচরের’ কাছে সাহায্য চান জ্যোতি, তদন্তে মিলল নয়া তথ্য
ডিজিটাল ডেস্ক, ২১ মে : জ্যোতি মলহোত্রা পাকিস্তানে বিয়ে করতে চেয়েছিলেন, এবং এর জন্য পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর ‘হ্যান্ডলার’-এর কাছে সাহায্য চেয়েছিলেন। তদন্তকারীদের একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া জ্যোতির হোয়াটস্অ্যাপ চ্যাট ঘেঁটে এমন তথ্য মিলেছে (Jyoti Malhotra ISI Chat)।
পুলিশের সূত্র অনুযায়ী, জ্যোতি মলহোত্রা প্রায়ই আলি হাসান নামে এক যুবকের সঙ্গে হোয়াটস্অ্যাপে কথা বলতেন, যিনি আইএসআই-এর গুপ্তচর বলে সন্দেহ করা হচ্ছে। সূত্রের দাবি, তাঁদের মধ্যে বহুবার কথোপকথন হয়েছে, এবং একবার জ্যোতি হাসানের কাছে লিখেছিলেন, “গেট মি ম্যারেড ইন পাকিস্তান!” (আমি পাকিস্তানে বিয়ে করতে চাই)। তদন্তকারীদের মতে, এই বার্তাই ইঙ্গিত দেয় যে জ্যোতির পাকিস্তানের সঙ্গে এক ধরনের আত্মিক যোগাযোগ গড়ে উঠেছিল।
পাকিস্তানে অন্তত দু’বার সফর করেছেন জ্যোতি মলহোত্রা— প্রথমবার ২০২৩ সালে, এবং দ্বিতীয়বার পহেলগাঁও কাণ্ডের ঠিক আগে। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি কলকাতায় এসেছিলেন, এবং সেখানে অবস্থানকালে একটি ভিডিয়োয় জানান যে তিনি লাহৌর যাবেন—পরবর্তীতে তিনি সত্যিই সেখানে যান। তাঁর সমাজমাধ্যমের অ্যাকাউন্টে থাকা ভিডিয়ো বিশ্লেষণে দেখা গেছে, তিনি লাহৌরের আনারকলি বাজার এবং পাক পঞ্জাবের কটাস রাজ মন্দির সফর করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জ্যোতি মলহোত্রার চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখন তদন্তকারীদের নজরে রয়েছে। সূত্রের দাবি, এই অ্যাকাউন্টগুলিতে দুবাই থেকে টাকা লেনদেন হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কারা এবং কেন জ্যোতিকে এই অর্থ পাঠিয়েছেন, এবং এর সঙ্গে পাক-গুপ্তচরদের কোনো যোগাযোগ রয়েছে কি না।
Comments are closed.