Jyoti Rani Malhotra Charge Sheet : জ্যোতির বিরুদ্ধে ২৫০০ পাতার চার্জশিট! মিলেছে পাকিস্তানের হয়ে চরবৃত্তির প্রমাণ!
ডিজিটাল ডেস্ক, ১৬ অগাস্ট : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত হরিয়ানার নেটপ্রভাবী জ্যোতি মলহোত্রার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বিশেষ তদন্তকারী দল (সিট)। সূত্রের খবর, পাকিস্তানি এজেন্টরা তাঁকে ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে। এই মামলায় সিট ইতিমধ্যেই জ্যোতির বিরুদ্ধে ২৫০০ পাতার বিশদ চার্জশিট পেশ করেছে, যেখানে তাঁর বিরুদ্ধে চরবৃত্তির একাধিক প্রমাণ তুলে ধরা হয়েছে (Jyoti Rani Malhotra Charge Sheet)।
হরিয়ানা পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ তদন্তকারী দল (সিট) দাবি করেছে, জ্যোতি মলহোত্রাকে পাকিস্তান ‘টুল কিট’ হিসেবে ব্যবহার করেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে পাক এজেন্টরা তাঁর কাছ থেকে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে. সিটের আরও দাবি, জ্যোতি নিয়মিতভাবে পাকিস্তানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং পাকিস্তান সফরের সময়ও তাঁদের সঙ্গে তাঁর সংযোগ ছিল। তাঁর মোবাইল ফোন থেকে উদ্ধার হওয়া তথ্য সেই দাবিকে আরও জোরালো করে তুলেছে, যা স্পষ্টভাবে তাঁর চরবৃত্তির কার্যকলাপের দিকে ইঙ্গিত করছে।
চার্জশিটে আরও বিস্ফোরক তথ্য উঠে এসেছে—জ্যোতি মলহোত্রা দিল্লিতে পাক হাইকমিশনে কর্মরত দানিশ আলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তাঁদের কথোপকথনের রেকর্ডও পুলিশের হাতে এসেছে। শুধু দানিশই নয়, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর এজেন্ট শাকির, হাসান আলি এবং নাসির ধিঁলোর সঙ্গেও জ্যোতির সংযোগ ছিল বলে দাবি করেছে সিট। বিশেষ করে নাসিরের সঙ্গে তাঁর কথোপকথনের তথ্য উদ্ধার হওয়ায় তদন্ত আরও গভীর হয়েছে।
চার্জশিটে জ্যোতির ঘন ঘন বিদেশযাত্রা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে, যা তাঁর চরবৃত্তির কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গত ১৬ মে জ্যোতিকে গ্রেফতার করা হয় এবং তারপর থেকেই তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। শুধু জ্যোতিই নয়, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, যা গোটা নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে।