Kakdwip Murder News: কাকদ্বীপের ধানক্ষেতে তৃণমূল নেতার ভাইপোর ক্ষতবিক্ষত দেহ

98

ডিজিটাল ডেস্ক ২৪শে জুলাইঃ ধান খেতের মাঝখান থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিস। মৃতের নাম রাকিব শেখ (২৭)। বাড়ি কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনুনগরে। বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা ধান জমিতে ক্ষতবিক্ষত অবস্থায় রাকিবের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হারউড পয়েন্ট কোস্টাল থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিস ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। তবে এটা খুন নাকি অন্য কোন কারণে রাকিবের মৃত্যু হয়েছে পুলিস তার তদন্ত শুরু করেছে(Kakdwip Murder News)।

জানা গিয়েছে,রাকিব মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বুথের পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো। তাঁর পরিবারের অভিযোগ, রাকিবকে খুন করে ধানের খেতে ফেলে দেওয়া হয়েছে। এবিষয়ে রাকিবের বাবা শাহনাজ শেখ বলেন,‘রাকিব খুব নিরীহ ছেলে ছিল। কারোর সঙ্গে গন্ডগোল ছিল না। কিন্তু কে বা কারা,কী কারণে ওকে খুন করল বুঝতে পারছি না।’ এদিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর বুথের পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখ। তারই ভাইপো রাকিবের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে আজ সকালে। বৃহস্পতিবার সকালে স্থানীয় গ্রামবাসীরা প্রথমে একটি ধানের জমিতে এক যুবকের রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখা যায় দেহটি এলাকার বাসিন্দা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য সালাউদ্দিনের ভাইপো রাকিবের। হাড়হিম করা এই দৃশ্যে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে রীতিমতো ভিড় জমে যায়। ততক্ষণে খবর যায় থানায়। এই ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাকিব শেখকে খুন করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে নৃশংস এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ এখনও স্পষ্ট হয়নি।

তৃণমূলের গোষ্ঠীকোন্দল? নাকি পারিবারিক কোনও বিবাদ নাকি খুনের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? তরতাজা যুবকের খুনে সবদিক খতিয়ে দেখে এগোচ্ছে তদন্ত। ইতিমধ্যেই নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এরই পাশাপাশি গ্রামবাসীদেরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে রাকিব শেখকে খুনে দোষীদের চরম শাস্তির দাবি তুলেছে পরিবার।