Kamarhati: ফের শিরনামে কামারহাটি !প্রকাশ্য মদ্যপানে বাধায় শিক্ষকে মার বেলঘরিয়ায়

74

ডিজিটাল ডেস্ক ২৩শে অগাস্টঃ সেই শিক্ষক পেটানো! এমনিতেই এরাজ্যে দাদাগিরি, একে ওকে পেটানো,হুমকি দেওয়া যেন আঁখচার ঘটনা হয়ে দাড়িয়েছে। আর এবার সেই কামারহাটি! এবার রাস্তায় মদ্যপানের প্রতিবাদ করায় প্রহৃত শিক্ষক। ৫ যুবক-যুবতী ব্যাপক মারধর করে তাঁকে। ঘটনাটি ঘটেছে কামারহাটি পুরসভায় ৩১ নম্বর ওয়ার্ডে। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত শিক্ষকের পরিবার। ভাইরাল সেই মারধরের সিসিটিভি ফুটেজ। অতীতে জয়ন্ত সিং নামে এক ব্যক্তির নামেও এই একই দাদাগিরির অভিযোগ উঠেছে। আগেও ঘটেছে এহেন দাদাগিরির অত্যাচার ওই কামারহাটি এলাকায়। যেখানে শোনা গেছিল ওই জয়ন্ত সিং নামে ব্যক্তি ছিল, শাসক দলের কোন অত্যন্ত ক্ষমতাবান নেতার ছত্রছায়ায় বেড়ে ওঠা। যার বিরুদ্ধে পুলিশি হস্তক্ষেপ দেখা যায় অনেক পরে। এখনও পর্যন্ত এই শিক্ষক পেটানোর ঘটনায় পুলিশি হস্তক্ষেপ দেখা যায়নি(Kamarhati)।

আক্রান্ত শিক্ষকের নাম নিরুপম পাল। তিনি পেশায় অঙ্কন শিক্ষক। দিনের বেলায় ৩১ নম্বর ওয়ার্ডের ননন্দনগর এলাকার সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তার ধারে ৮-৯ জনকে মদ্যপান করতে দেখেন তিনি। তাঁদের মধ্যে এক যুবতীও ছিলেন। প্রতিবাদ করেন নিরুপমবাবু। অভিযোগ তাতেই তাঁর উপর চড়াও হন ওই যুবক-যুবতীর দল। ৫-৬ জন মিলে বেধড়ক মারধর করেন। বাকিরা দাঁড়িয়ে ছিলেন। ভাইরাল হয়েছে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ।

নিরুপম বলেন, “কালীপুজোর নেমন্ত্রণ ছিল। ওই রাস্তা দিয়ে ফিরছিলাম। তখন ৮-৯জন মদ্যপান করছিল। প্রতিবাদ করায় ব্যাপক মারধর করে। ওঁদের মধ্যে একটি মেয়েও ছিল। মুখ, চোখ, মাথায় আঘা লেগেছে। নাক দিয়ে রক্তপাতও হচ্ছে।” ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার বা আটক হয়নি বলেই খবর। অভিযুক্তরা পালতক। তদন্ত করছে পুলিশ।

উল্লেখ্য, দিনকয়েক আগে চাঁদা দিতে না চাওয়ায়, এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। আক্রান্তকে হাসপাতালে ভর্তি করতে হয়। এবার মদ্যপানের প্রতিবাদ করা আক্রান্ত শিক্ষক।