ডিজিটাল ডেস্ক, ১৪ জুলাই : এবার ৮০ বছরের এক বৃদ্ধের সঙ্গে কঙ্গনা রানাউতের আচরণ ভালোভাবে নেননি নেটপাড়ার একাংশ। সেই ঘটনার ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিজেপি সাংসদ কঙ্গনাকে ঘিরে তীব্র কটাক্ষ ছুড়ছেন নেটিজেনরা। কেউ বলছেন, “সংসদে যাওয়ার পর নম্রতা আরও কমে গেছে”, আবার কারও মন্তব্য—”বয়সের প্রতি সম্মান দেখানো তো সাধারণ শিষ্টাচার, সেটা ভুলে গেছেন কঙ্গনা!” ঘটনা নিয়ে বিতর্ক এখন তুঙ্গে (Kangana Ranawat Viral Video)।
গত বছর হিমাচলপ্রদেশের মান্ডি থেকে বিজেপির সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন কঙ্গনা রানাউত। তবে সাংসদ হিসেবে কাজের চাপ নিয়ে তিনি মোটেই খুশি নন। বরং তাঁর মতে, বিধায়ক কিংবা পঞ্চায়েত প্রধানদের অবস্থাও তাঁর চেয়ে ভালো। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের সংসদীয় এলাকায় একটি জনসভায় উপস্থিত কঙ্গনার কাছে বারবার সাহায্যের আবেদন করছেন এক বৃদ্ধ। তিনি অভিনেত্রীর পায়ের কাছে বসে নিজের সমস্যার কথা জানাচ্ছিলেন। তবে এতে বিরক্ত হয়ে কঙ্গনাকে বলতে শোনা যায়, “এই সমস্যাগুলো মুখ্যমন্ত্রীর দেখার কথা। তাঁর কাছেই আবেদন করুন।”
এই ভিডিও সামনে আসতেই নেটপাড়ায় কঙ্গনা রানাউতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। কেউ তাঁকে দুর্বিনীত বলে মন্তব্য করেছেন, আবার কারুর মতে, ইচ্ছাকৃতভাবেই এমন আচরণ করছেন তিনি—হয়তো রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন। প্রতিনিয়ত রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে চলেছেন কঙ্গনা। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে যে পরিশ্রম জড়িয়ে, তা যেন তাঁর প্রত্যাশার অনেক বাইরে। এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেন, “আমি ভাবিনি এতটা পরিশ্রম করতে হয়। যখন আমাকে কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন বলা হয়েছিল, বছরে ৬০-৭০ দিন সংসদে উপস্থিত থাকলেই চলবে। বাকি সময় নিজের কাজ করা যাবে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে, সাংসদ হওয়ার দায়বদ্ধতা ও বাস্তব পরিস্থিতি নিয়ে।