Karishma Kapoor Husband Property Dispute : ৩০ হাজার কোটির সম্পত্তি! কে পাবে? দিল্লিতে দুই সন্তানকে নিয়ে হাজির করিশ্মা

86

ডিজিটাল ডেস্ক, ৩১ জুলাই : প্রয়াত প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে টানাপোড়েনের মাঝেই দিল্লিতে দেখা গেল করিশ্মা কাপুরকে, সঙ্গে ছেলেমেয়েও ছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই সফরের একটি ভিডিও। যদিও দিল্লি যাত্রার নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়, তবে তা ঘিরে শুরু হয়েছে জল্পনা ও নানা বিশ্লেষণ (Karishma Kapoor Husband Property Dispute)।

পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়া একটি ভিডিওতে দেখা যায়, করিশ্মা কাপুর সাদা শার্ট ও জিনস পরে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। তাঁর পেছনে ছেলেমেয়ে কিয়ান ও সামাইরা মাকে অনুসরণ করে হাঁটছে। বিমানবন্দর থেকে বেরিয়েই করিশ্মা দ্রুত নিজের গাড়িতে উঠে পড়েন।

উল্লেখ্য, গত ১২ জুন প্রয়াত হন শিল্পপতি সঞ্জয় কাপুর। করিশ্মা কাপুরের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি গার্হস্থ্য হিংসার অভিযোগে নাম জড়ান। এমনকি একসময় শোনা গিয়েছিল, মধুচন্দ্রিমার সময় করিশ্মাকে নাকি একরাতের জন্য নিজের বন্ধুদের কাছে ‘নিলামে’ তুলেছিলেন সঞ্জয় কাপুর। বিচ্ছেদের সময় মোটা অঙ্কের খোরপোশ দাবি করেছিলেন করিশ্মা, এবং জানা যায় তিনি প্রায় ৭০ কোটি টাকা পেয়েছিলেন। তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে, প্রয়াত স্বামীর প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির দিকে নজর রয়েছে করিশ্মার। বিশেষ করে ‘সোনা কমস্টার’ নামে সংস্থার মালিকানা নিয়েই নাকি বিবাদে জড়িয়েছে দিল্লির কাপুর পরিবার। যদিও এই বিষয়ে করিশ্মা এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

বলিউডের ঘনিষ্ঠ সূত্রের খবর, বিবাহবিচ্ছেদের সময় করিশ্মা কাপুর দুই সন্তান—সামাইরা ও কিয়ানের পড়াশোনার খরচের জন্য ১৪ কোটি টাকার একটি বন্ড নিয়েছিলেন। এর উপর প্রতি মাসে ১০ লক্ষ টাকা সুদও পান তিনি। এই প্রেক্ষিতে নতুন করে প্রশ্ন উঠছে—তবে কি প্রয়াত সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটির সম্পত্তিতেও ভাগ পেতে চলেছেন করিশ্মা? সঞ্জয়ের মা রানি কাপুরের সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্যের পর থেকেই জল্পনা আরও বেড়েছে। যদিও রানি কাপুর সরাসরি করিশ্মার নাম নেননি, তাই অনেকেই সন্দেহ করছেন তাঁর নিশানায় হয়তো প্রিয়া সচদেব অথবা পরিবারের অন্য কেউ। ফলে রহস্য ক্রমেই ঘনিভূত হচ্ছে।

এদিকে বলিপাড়ার একটি সূত্র দাবি করেছে, সঞ্জয় কাপুরের উইলে করিশ্মা কাপুরের নাম নাকি নেই। কাপুর পরিবারের ঘনিষ্ঠ মহলের বক্তব্য, বিপুল এই সম্পত্তির এক টাকাও নাকি পাবেন না করিশ্মা, কারণ তিনি উত্তরাধিকারীর তালিকায় নেই। তবে শোনা যাচ্ছে, করিশ্মা নিজেও কোনও অংশ দাবি করেননি। তাঁর একমাত্র উদ্বেগ ও লক্ষ্য এখন সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করা।