Kasba Case Report Bikash Bhawan : কসবার ঘটনার রিপোর্ট তলব করেছে বিকাশ ভবন

12

ডিজিটাল ডেস্ক, ২৮ জুন : দক্ষিণ কলকাতার কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজ চত্বরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে (Kasba Case Report Bikash Bhawan)। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। সূত্রের খবর, বিকাশ ভবন ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সম্পূর্ণ রিপোর্ট তলব করেছে।

ঘটনার ভয়াবহতা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। সূত্রের খবর, সাউথ ক্যালকাটা ল কলেজ কর্তৃপক্ষকে ইতিমধ্যেই গভর্নিং বডির জরুরি বৈঠক ডাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে— কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও কীভাবে এত বড়সড় অপরাধ সংঘটিত হল? এমন গাফিলতির দায় কে নেবে, তা নিয়েও শুরু হয়েছে জোর জবাবদিহি।

উচ্চশিক্ষা দফতরের তরফে কলেজে নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেইসঙ্গে ভবিষ্যতে যাতে এমন ভয়াবহ ঘটনা আর না ঘটে, তার জন্য অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিযুক্ত করা প্রয়োজন কি না, তাও খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।

২৫ জুন ঘটে যাওয়া সাউথ ক্যালকাটা ল কলেজের ভয়ঙ্কর ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, মূল অভিযুক্ত একজন কলেজের প্রাক্তনী, যিনি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত এবং বর্তমানে কলেজের অস্থায়ী কর্মী হিসেবেও কাজ করছিলেন। অভিযোগ, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীর ওপর শারীরিক নিগ্রহ চালান তিনি। এই ঘটনায় সহযোগিতা করে কলেজের দুই বর্তমান শিক্ষার্থীও। ইতিমধ্যেই পুলিশ তিনজনকেই গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে।

ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকেই সাউথ ক্যালকাটা ল কলেজ চত্বরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। গার্ডরুম থেকে ইউনিয়ন রুম—কলেজের প্রতিটি অংশে মোতায়েন করা হয় পুলিশ। কলেজ চত্বরের পাশাপাশি আশপাশের রাস্তাতেও দেখা যায় অতিরিক্ত বাহিনী, আর ঘটনাস্থল সম্পূর্ণভাবে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। সকালের দিকে কলেজে পৌঁছান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং ফরেনসিক নমুনা সংগ্রহের প্রস্তুতি শুরু করেন তদন্তের পরবর্তী ধাপের জন্য।