ডিজিটাল ডেস্ক ১জুনঃ কসবার আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত তিন জনকে বহিষ্কার করা হলো। মনোজিৎ এই আইন কলেজের প্রাক্তন ছাত্র এবং কলেজের অস্থায়ী কর্মী। সেই পদ থেকে বরখাস্ত করা হয়েছে তাঁকে। অন্য দিকে প্রমিত মুখোপাধ্যায় ও জ়ইব আহমেদ এই কলেজের পড়ুয়া। তাঁদেরও বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার জিবি মিটিং শেষে এমনটাই জানান বিধায়ক ও কলেজের পরিচালন সমিতির সভাপতি অশোক দেব। তিনি জানান, শিক্ষা দপ্তরের সুপারিশ মেনেই তিন জনকে বহিষ্কারের কথা ঘোষণা করা হয়েছে। সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর গভর্নর বডির বৈঠক হয়। সেই গভর্নর বডির বৈঠকে ৬জন সদস্য ছিলেন। অশোক দেব, যশবন্তী শ্রীমানী, শিব রঞ্জন চ্যাটার্জী, ভাই প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি ( Kasba Case Update) ।
কলেজ খোলা রাখা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডি । এই আইন কলেজ এখন বন্ধই থাকবে। তবে সামনে যেহেতু পরীক্ষা সেই কথা মাথায় রেখে কলেজ অফিস খোলা থাকবে। পড়ুয়ারা সেখানে পরীক্ষা সংক্রান্ত ফর্ম ফিলাপ থেকে যাবতীয় কাজ করতে পারবেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ। তারপরই কলেজ খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই সিদ্ধান্তের পাশাপাশি নির্যাতিতার পরিবার যদি চায় মেডিকেল ট্রিটমেন্টের সাহায্য করার আশ্বাস দেয়। আইনজীবীর যাতে মেম্বারশিপ বার কাউন্সিল থেকে বাতিল করা হয় সেটা আবেদন করা হবে বলে জানানো হয়েছে । পরীক্ষা হবে ১৫ তারিখ থেকে পরীক্ষা রয়েছে ফরম ফিলাপ পরীক্ষার কিছু আটকাবে না। কলেজের পরিবেশের জন্য কি কি সেই সমস্ত কিছু আমরা নেওয়ার ব্যবস্থা করব।
এই সিদ্ধান্তের পাশাপাশি কলেজ খোলা রাখা নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে গভর্নিং বডি। এই আইন কলেজ এখন বন্ধই থাকবে। তবে সামনে যেহেতু পরীক্ষা সেই কথা মাথায় রেখে কলেজ অফিস খোলা থাকবে। পড়ুয়ারা সেখানে পরীক্ষা সংক্রান্ত ফর্ম ফিলাপ থেকে যাবতীয় কাজ করতে পারবেন। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ। তারপরই কলেজ খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করছেন কলেজের সকলে। এই বডির সদস্যরা আরও জানান পুরনো সিকিউরিটি এজেন্সি বাদ দিয়ে নতুন সিকিউরিটি এজেন্সি আসবে। শোনা যায় মহিলা সিকিউরিটি গার্ড একজন থাকতে হবে। আর সদস্যরা আরও বলেন ওই মেয়েটির সঙ্গে দেখা করতে যেতে চাই ,কিন্তু এখন যেহেতু সমস্ত আইনি প্রসেস চলছে তারপর দেখা করবে বলে জানাচ্ছেন তারা।
একই সঙ্গে মনোজিৎ মিশ্র আলিপুর আদালতে প্র্যাক্টিস করেন বলেও খবর। তাই বার কাউন্সিল থেকে তাঁকে বহিষ্কারের আবেদন জানানো হবে বলেও জানান অশোক রুদ্র। গত ২৫ জুন কসবায় আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় মনোজিৎ, প্রমিত ও জ়ইবকে গ্রেপ্তার করে পুলিশ। ৯ সদস্যের সিট গঠন করে ঘটনার তদন্ত করছে লালবাজার। সোমবারই মনোজিৎকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় উচ্চশিক্ষা দপ্তর। প্রমিত ও জ়ইবকে কলেজ থেকে বহিষ্কারের কথা বলা হয়। কলেজের পরিচালন সমিতির জরুরি বৈঠক ডেকে সেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল।